এবার শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ওরফে ববির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং সাড়ে ১২ কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ পাওয়া গেছে।
রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়, রাদওয়ান মুজিব ববি নিজের নামে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জন করেছেন। একই সঙ্গে নিজের তিনটি ব্যাংক হিসাবে ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন তিনি।
গত ১০ মার্চ পূর্বাচল নতুন শহর প্রকল্পে বেআইনিভাবে ৬০ কাঠা প্লট বরাদ্দের প্রমাণ পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানাসহ ১৪ জনের বিরুদ্ধে পৃথক আটটি অভিযোগপত্র দাখিল করে দুদক। এরমধ্যেও রাদওয়ান মুজিব ববির নাম রয়েছে।
জেড নিউজ, ঢাকা।