ভারত সরকার যেখানে বাংলাদেশ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার ও সীমান্তে উত্তেজনা তৈরিতে ব্যস্ত, সেখানে আশ্চর্য হলেও সত্য, হাজার হাজার ভারতীয় শিক্ষার্থী এখন উচ্চশিক্ষার জন্য বাংলাদেশকে বেছে নিচ্ছেন।
বিশেষ করে মেডিকেল, ডেন্টাল ও ইঞ্জিনিয়ারিং শিক্ষায় বাংলাদেশ হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার অন্যতম গন্তব্য। যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের পরিবর্তে উচ্চশিক্ষায় ভারতীয়রা এখন বাংলাদেশ, সিঙ্গাপুর ও রাশিয়ার দিকে ঝুঁকছেন।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, বাংলাদেশে কম খরচ, সহজ ভিসা প্রক্রিয়া ও চিকিৎসাবিদ্যার মতো নির্দিষ্ট বিষয়ে সুযোগ সুবিধার কারণে ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে।
পশ্চিমা দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ ২০২৪ সালে উল্লেখযোগ্যভাবে কমেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন তথ্য অনুযায়ী, কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মতো জনপ্রিয় গন্তব্যগুলোতে শিক্ষার্থীদের হার গত বছরের তুলনায় হ্রাস পেয়েছে। ২০২৩ সালে যেখানে বিদেশে পাড়ি দেওয়া ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লাখ ৯২ হাজার, ২০২৪ সালে তা কমে দাঁড়িয়েছে ৭ লাখ ৫৯ হাজারে। সবচেয়ে বড় ধস নেমেছে কানাডায়; রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটিতে পাঠানো শিক্ষার্থীর সংখ্যা কমে গেছে প্রায় ৪১ শতাংশ।
যুক্তরাষ্ট্রেও কমেছে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা, ২০২৩ সালে যেখানে তা ছিল ২ লাখ ৩৪ হাজার, ২০২৪ সালে তা নেমে এসেছে প্রায় ২লাখ ৪ হাজারে। যুক্তরাজ্যেও দেখা গেছে একই প্রবণতা।
অন্যদিকে, তুলনামূলকভাবে কম প্রচলিত দেশগুলোয় ভারতীয় শিক্ষার্থীদের আগ্রহ বাড়ছে। যার মধ্যে বাংলাদেশ, উজবেকিস্তান, রাশিয়া ও সিঙ্গাপুরের মতো দেশে শিক্ষার্থীরা ঝুঁকছেন। বাংলাদেশে ভারতীয় শিক্ষার্থীর সংখ্যা ২০২৩ সালের ২০,৩৬৮ জন থেকে বেড়ে ২০২৪ সালে ২৯,২৩২ জনে দাঁড়িয়েছে।
জেড নিউজ , ঢাকা ।