জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মেট্রোরেলের পিলারে আঁকা হচ্ছে গ্রাফিতি। ‘ফিরে দেখা ফ্যাসিস্ট রেজিম’ শিরোনামে ব্যতিক্রমধর্মী গ্রাফিতি অঙ্কন চলছে। মেট্রোরেলের পিলারে তুলে ধরা হচ্ছে ফ্যাসিবাদী সময়ের গল্প। দেশের জনগণকে একটি রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের দিকে ঠেলে দেওয়ার গল্প।
স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এ কাজ বাস্তবায়ন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। সেখানে তুলে ধরা হচ্ছে বিগত সরকারের রাষ্ট্রীয় দমনপীড়ন, নানা অনিয়ম, বাকস্বাধীনতার কণ্ঠরোধ ও গণতান্ত্রিক অধিকার হরণের চিত্র। দেশ পরিচালনায় আবার আগামীতে কেউ যেন দানব হয়ে উঠতে না পারে তার সংকেত দেওয়া হয়েছে এ গ্রাফিতিতে।
এতে স্থান পাচ্ছে জুলাই আন্দোলন, শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি, হাসিনার বিদেশ পলায়ন। বাদ যায়নি বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা, পুরান ঢাকায় বিশ্বজিৎ হত্যা, কুমিল্লায় শিক্ষার্থী তনু হত্যা, নোয়াখালীর সুবর্ণচরের ধর্ষণ, সীমান্তে ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলানোর দৃশ্য ।
এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহবন্দি, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, রাতের ভোট, শাপলা চত্বরে গণহত্যার চিত্রও তুলে ধরা হয়েছে গ্রাফিতিতে।
গুমের শিকার ব্যক্তিদের পরিণতিতে বলা হয়েছে, জঙ্গি তকমা দেওয়া, ভারতে পাচারের পর গ্রেপ্তার এবং অল্প কিছু ভুক্তভোগীকে মুক্তি দেওয়া।
সরেজমিন কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত ঘুরে দেখা গেছে, মেট্রোরেলের পিলারে চারপাশের এক পাশে শিরোনাম ও সাল। বাকি তিন অংশে সেই বছরের বড় বড় ঘটনা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের ভাষ্যমতে , ‘ফ্যাসিবাদের বিলোপে মাসব্যাপী এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মূল থিমে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদ কীভাবে মানুষের ওপর দৈত্য হিসেবে আবির্ভাব হয়েছিল সেগুলো তুলে ধরা হচ্ছে।
জেড নিউজ , ঢাকা ।