জনরোষে শেখ হাসিনার পতনের ঝড় দেশ পেরিয়ে আছড়ে পড়েছে বিদেশেও। প্রথমে ভাগ্নী টিউলিপ সিদ্দিকী হারিয়েছেন ব্রিটেনের মতো দেশের মন্ত্রীর পদ। এরপর নিজের মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও হারিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার, ডব্লিউএইচও আঞ্চলিক পরিচালকের পদ।
খালা হাসিনার সাম্রাজ্যের পতনের পর যুক্তরাজ্যের ক্ষমতাসীন দলের মন্ত্রী টিউলিপকে দুর্নীতির দায়ে মন্ত্রিত্ব ছাড়তে হয় গত ১৪ জানুয়ারি। শেখ হাসিনার সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন ও লন্ডনে একটি ফ্ল্যাট কেলেঙ্কারির অভিযোগে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করতে বাধ্য হন।
পুতুলকে পদ ছাড়তে হলো মায়ের পতনের ১১ মাস পর গত ১১ জুলাই। সায়মা ওয়াজেদকে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়াসুস।
পুতুলের বিরুদ্ধে অভিযোগে রয়েছে, মা প্রধানমন্ত্রী থাকাকালীন যোগ্যতা না থাকা সত্ত্বেও মিথ্যা তথ্য দিয়ে ও প্রভাব খাটিয়ে বাগিয়ে নেন ডব্লিউএইচও আঞ্চলিক পরিচালকের পদ। পরবর্তীতে তার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগে বলা হয়, নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে মিথ্যা তথ্য দিয়েছেন পুতুল, বাংলাদেশের আইনে যা প্রতারণার উদ্দেশ্যে জালিয়াতি।
ডব্লিউএইচও সূত্র জানায়, পুতুলের বিরুদ্ধে আরোপিত অভিযোগে তার পদচ্যুতিও ঘটতে পারে। বাধ্যতামূলক ছুটি হয়তো সেটারই প্রথম ধাপ।
জেড নিউজ , ঢাকা ।