বাংলাদেশ প্রসঙ্গে দিনদিন লাগামহীন হয়ে উঠছে ভারতীয় মিডিয়াগুলো। খাপছাড়া মন্তব্যের মাধ্যমে দুদেশের সম্পর্কের দূরত্ব বাড়িয়ে দিচ্ছে তারা।
সৌহার্দের নিদর্শন হিসেবে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রংপুরের বিখ্যাত হাড়িভাঙ্গা আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। একই সাথে ত্রিপুরার মূখ্যমন্ত্রী মানিক সাহাকেও উপহার হিসেবে এ আম পাঠানো হয়েছে। কিন্তু বন্ধুত্বের নিদর্শন এ ঘটনাটিকে রীতিমতো হাস্যরসে পরিণত করেছে ভারতীয় মিডিয়া।
সংবাদে তারা বলছে, বাংলাদেশে আওয়ামী লীগ ও শেখ মুজিবের সকল নিশানা মুছে ফেলতে চান ড. ইউনূস। তবে, হাসিনা আমলের সব কিছুই পরিবর্তন করতে চাইলেও হাসিনার আম কূটনীতিকে ধরে রেখেছেন তিনি। তারা আরো বলছে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাগ কমাতেই আম পাঠিয়েছেন ড. ইউনূস।
মূলত হাসিনা প্রেমী ভারতীয় মিডিয়াগুলো বাংলাদেশে আওয়ামী সরকারের পতন ও অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. ইউনূসকে কোন ভাবেই মেনে নিতে পারছে না। ফলে অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তের সমালোচনার মাধ্যমে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছে দেশটির ভুইফোড় মিডিয়াগুলো।
জেড নিউজ, ঢাকা।