ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মার্কিন যুক্তরাষ্ট্রে বিপুল সম্পদের সন্ধান পাওয়া গেছে।সূত্র জানায়, আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলের মধ্যে বেশকিছু সময় ভূমিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় বিদেশে সম্পদের পাহাড় গড়েন চট্টগ্রামের সাবেক এই সাংসদ।
২০২৪ সালের নির্বাচনের আগে টিআইবি সংবাদ সম্মেলনে কারও নাম উল্লেখ না করে বিদেশে সরকারের একজন মন্ত্রীর বিপুল সম্পদ রয়েছে বলে জানায়। পরে তিনি যে সাইফুজ্জামান চৌধুরী তা প্রকাশ হয়ে পড়ে।প্রতিবেদন থেকে পাওয়া তথ্যে, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে সাইফুজ্জামান চৌধুরী ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে ৭টি বিলাসবহুল বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে। এগুলো কেনার সময় দলিলে মূল্য উল্লেখ করেছেন ৭৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৯২ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রের একটি ব্যাংকের হিসাবে ২ লাখ ডলার বা আড়াই কোটি টাকার স্থিতি পাওয়া গেছে তার নামে। এছাড়াও বেনামে যুক্তরাষ্ট্রে তার আরও সম্পদ রয়েছে। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে ২২৮টি বাড়ি ও চারটি ব্যাংক হিসাবে অর্থসহ সিঙ্গাপুরেও তার নামে সম্পদ ও বিনিয়োগের তথ্য পাওয়া গেছে।
এসব সম্পদ জব্দ করতে দেশটির মানি লন্ডারিং প্রতিরোধ কর্তৃপক্ষ ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের সঙ্গে যোগাযোগ করছে বাংলাদেশ সরকার। এতে তারা ইতিবাচক সাড়া দিয়েছেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাঠানো তথ্যগুলো পর্যালোচনা করে দেখছে।
জেড নিউজ , ঢাকা ।