আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই। ৪১ বছর বয়সে পৃথিবী ছেড়ে চলে গেলেন তিনি।
আফগান সংবাদমাধ্যম ‘তোলো নিউজ’-কে বিসমিল্লাহ জান শিনওয়ারির ভাই সৈয়দা জান বলেন, তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এবং (পাকিস্তানের) পেশোয়ারে যান, বলেছিলেন পেটের চর্বি অপসারণ করাতে চান। তাকে কয়েক দিন হাসপাতালে ভর্তি রাখা হয়। অপারেশন সম্পন্ন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সন্ধ্যা ৫টার দিকে তিনি মারা যান। আমরা রাতেই তার মরদেহ তোরখাম হয়ে দেশে ফিরিয়ে আনি এবং আচিনে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করি।
২০১৭ সালের ডিসেম্বরে শারজায় আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আম্পায়ারিংয়ে অভিষেক হয় শিনওয়ারির। এরপর তিনি ২৫টি ওয়ানডে এবং ২১টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেন। আইসিসির আন্তর্জাতিক আম্পায়ার প্যানেলের সদস্য ছিলেন তিনি।
এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড লিখেছে, “বিসমিল্লাহ জান শিনওয়ারির অকাল প্রয়াণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড, এর পরিচালনা পর্ষদ, কর্মী এবং গোটা আফগান আতালান পরিবার গভীরভাবে শোকাহত। আমাদের এই অভিজ্ঞ ও শ্রদ্ধেয় আম্পায়ার দীর্ঘদিন ধরে আফগান ক্রিকেটের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা তৈরি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। ”
শিনওয়ারির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহও। তিনি বলেন, “ক্রিকেটের জন্য তার অবদান ছিল অসাধারণ। ক্রিকেট বিশ্ব তার অভাব গভীরভাবে অনুভব করবে। আমরা তার পরিবার ও প্রিয়জনদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।
আফগানিস্তান ক্রিকেট সম্প্রদায় ও আন্তর্জাতিক ক্রিকেট মহলে শিনওয়ারির এই অকাল প্রয়াণে নেমে এসেছে শোকের ছায়া।