বাংলাদেশের মাধ্যমে ভারতকে মারতে চায়’ চীন-পাকিস্তান, এমন গুজব ছড়াতে শুরু করেছে ভারতীয় গদি মিডিয়া। প্রচারিত এক আলোচনা অনুষ্ঠানে আজতাক বাংলা নামের চ্যানেলটি বলছে- ভারতের অরুণাচল প্রদেশের প্রতি চীনের দৃষ্টি পড়েছে। আর জম্মু কাশ্মীরে পড়েছে পাকিস্তানের নজর। তাই দুইদেশ ভারত বধের নতুন পরিকল্পনা করছে। আর এসব পরিকল্পনায় রয়েছে বাংলাদেশের ভূমিকা।
চ্যানেলটি গুজব ছড়াচ্ছে যে, চীনের সারসরি উস্কানীতে ভারতের সাথে অনেকটা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এদেশ থেকে জঙ্গী পাঠিয়ে ভারতকে অস্থিতিশীল করার পরিকল্পনা করা হচ্ছে বলেও অপপ্রচার চালাচ্ছে তারা।
মূলত ভারতের দাদাগিরি স্বভাবের কারণে প্রতিটি প্রতিবেশী দেশের সাথে সম্পর্কের অবনতি হয়েছে দেশটির। সম্প্রতি পাকিস্তানের সাথে কাশ্মীর ইস্যুতে যুদ্ধে জড়ায় ভারত। সেই যুদ্ধে বাংলাদেশের কোন ভূমিকা না থাকলেও গদি মিডিয়া গুজব রটাচ্ছে বাংলাদেশ পাকিস্তানকে সমর্থন করেছে।
গত বছরের আগস্টে ভারতবান্ধব হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার নানা চেষ্টা চালায় ভারত। তাতে ব্যর্থ হয়ে গুজব ছড়িয়ে পরিস্থিতি নিজেদের অনুকূলে নেয়ার চেষ্টা চালাচ্ছে গদি মিডিয়া।
জেড নিউজ, ঢাকা।