Sunday, July 6, 2025
More
    Homeখেলাব্রাজিলিয়ান বাধায় থেমে গেল আল-হিলাল, ভাগ্যের জোরে শেষ চারে চেলসি

    ব্রাজিলিয়ান বাধায় থেমে গেল আল-হিলাল, ভাগ্যের জোরে শেষ চারে চেলসি

    ক্লাব বিশ্বকাপে এবারে ব্রাজিলিয়ান ক্লাবগুলো যেন হয়ে উঠেছে চমকের কেন্দ্রবিন্দু। ইউরোপের পরাক্রমশালী ক্লাবগুলোকে নাকাল করে নিজেদের সামর্থ্য জানান দিচ্ছে তারা।

    ফ্লুমিনেন্স ও পালমেইরাসের দুই ভিন্ন গল্পে তাই ফুটে উঠেছে লাতিন জাদুর রূপ, যদিও একটিতে শেষ হাসি হেসেছে চেলসি।

    আত্মঘাতী গোলে সেমিফাইনালে চেলসি

    ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামার আগে কঠিন লড়াইয়ের প্রস্তুতি নিয়েছিল চেলসি। তবে ভাগ্য যেন সঙ্গেই ছিল তাদের। ম্যাচের শেষ দিকে গোলরক্ষক ওয়েভারটনের আত্মঘাতী গোলে ২-১ ব্যবধানে জয় পায় ইংলিশ ক্লাবটি।

    ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় চেলসি। ইংলিশ মিডফিল্ডার কোল পালমার মাঝমাঠ থেকে ট্রেভোহ চালোবাহর পাস পেয়ে নিচু শটে বল জড়ান জালে। দ্বিতীয়ার্ধের শুরুতে ফিরে আসে পালমেইরাস। ৫৩ মিনিটে রিচার্ড রিওসের পাস থেকে গোল করেন ১৮ বছর বয়সী তরুণ এস্তেভাও উইলিয়ান, যিনি শিগগিরই চেলসির জার্সিতে নাম লেখাতে যাচ্ছেন।

    চেলসির একাদশে দেখা যায় কয়েকটি নতুন মুখ। কাইসেদোর অনুপস্থিতিতে মাঝমাঠে সুযোগ পান স্ট্রাসবুর্গ থেকে ফিরে আসা আন্দ্রে সান্তোস। এদিন অভিষেক হয় ব্রাজিলিয়ান তরুণ হুয়াও পেদ্রোরও।

    তবে ম্যাচের ৮৩ মিনিটে কর্নার থেকে মালো গুস্তোর নিচু ক্রস গিয়াইয়ের গায়ে লেগে বল চলে যায় ওয়েভারতনের দিকে, সেখান থেকে তা ঢুকে পড়ে নিজের জালেই। শেষ মুহূর্তে পাওয়া এই উপহারই নিশ্চিত করে ব্লুজদের সেমিফাইনাল।

    আগামী মঙ্গলবার মেটলাইফ স্টেডিয়ামে আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের বিপক্ষে লড়বে এনজো মারেস্কার দল।

    ব্রাজিলিয়ান রূপকথায় থেমে গেল আল-হিলাল

    অন্যদিকে, সৌদি ক্লাব আল-হিলাল নিজেদের সামর্থ্য প্রমাণ করেছিল ম্যানচেস্টার সিটির মতো দলকে হারিয়ে। সেই উড়ন্ত ফর্মে তারা পৌঁছায় ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে। কিন্তু সেখানে তাদের ছন্দ থামিয়ে দেয় ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।

    ফ্লোরিডার মাঠে শুক্রবার রাতে ২-১ গোলে জয় পায় ফ্লুমিনেন্স, যারা প্রথম দল হিসেবে জায়গা করে নেয় সেমিফাইনালে।

    ম্যাচের আগে এক শোকাবহ মুহূর্ত ছুঁয়ে যায় দুই দলকে। স্পেনে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা। ম্যাচ শুরুর আগে তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। আবেগঘন এই সময়ে চোখের পানি ধরে রাখতে পারেননি আল-হিলালের দুই পর্তুগিজ তারকা রুবেন নেভেস ও হুয়াও কানসেলো।

    খেলায় অবশ্য শুরু থেকেই আধিপত্য দেখায় আল-হিলাল। ম্যাচজুড়ে বল দখল ও শট—সবকিছুতেই এগিয়ে থাকলেও গোলের সামনে গিয়ে বারবার ব্যর্থ হয় তারা। পুরো ম্যাচে ১৫টি শটের মধ্যে মাত্র একটি থেকেই আসে গোল।

    ফ্লুমিনেন্স কিন্তু সুযোগগুলোকে কাজে লাগাতে ভুল করেনি। প্রথমার্ধের ৪০ মিনিটে মাথেউস মার্তিনেল্লির গোলে এগিয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে আল-হিলাল, গোল করেন মার্কোস লিওনার্দো। কিন্তু ৭০ মিনিটে বদলি খেলোয়াড় হারকিউলিসের গোলে ফের লিড নেয় ব্রাজিলিয়ান ক্লাবটি।

    শেষ পর্যন্ত রক্ষণভাগ জমাট রেখে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্লুমিনেন্স।

    সর্বশেষ

    মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করা...

    জেড নিউজ, ঢাকা: জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ...

    গদি মিডিয়ায় অপপ্রচারে বিচলিত নয় সরকার

    মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে ঘায়েল করতে সর্বদা সোচ্চার ভারতের গদি...

    সেপ্টেম্বরে শুরু হচ্ছে মিড ডে মিল, টার্গেট ৩১ লাখ...

    চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে...

    সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন

    সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল...

    আরও সংবাদ

    মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে ট্রাইব্যুনালে আওয়ামী লীগের বিচার করা...

    জেড নিউজ, ঢাকা: জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ...

    গদি মিডিয়ায় অপপ্রচারে বিচলিত নয় সরকার

    মিথ্যাচারের মাধ্যমে বাংলাদেশকে ঘায়েল করতে সর্বদা সোচ্চার ভারতের গদি...

    সেপ্টেম্বরে শুরু হচ্ছে মিড ডে মিল, টার্গেট ৩১ লাখ...

    চলতি মাসেই শুরু হওয়ার কথা ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে...