দীর্ঘদিন পর বগুড়া-সিরাজগঞ্জ রেলপথ নির্মাণে কিছুটা জট খুলেছে। প্রকল্পের জমি অধিগ্রহণ এগিয়ে নিতে সম্প্রতি ১ হাজার ৯০০ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্প অনুমোদনের ছয় বছর পর এ বরাদ্দ মিলল। তবে প্রকল্পের পূর্ণ বাস্তবায়নে এখনও অনিশ্চয়তা রয়ে গেছে। কারণ প্রায় ১০ হাজার কোটি টাকার এই প্রকল্পে অর্থায়নের প্রধান অংশীদার ভারত গত পাঁচ বছরে এক টাকাও ছাড় দেয়নি। এ পরিপ্রেক্ষিতে সরকারের তরফে বিকল্প অর্থায়নের উৎস খোঁজার প্রক্রিয়া জোরেশোরে চলছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, চীন ও জাপানের পাশাপাশি কয়েকটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গেও প্রাথমিক আলোচনা চলছে, যাতে প্রকল্পটি সময়মতো বাস্তবায়ন করা যায়।
২০১৮ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি, একনেক ‘বগুড়া-সিরাজগঞ্জ ডুয়েলগেজ রেলপথ নির্মাণ’ প্রকল্পটি অনুমোদন দেয়। তখন ব্যয় ধরা হয়েছিল ৫ হাজার ৫৭৯ কোটি টাকা। প্রকল্পের পরিধি ও খরচ বেড়ে এখন তা প্রায় ১০ হাজার কোটি টাকায় পৌঁছেছে। প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা আগামী বছরের ৩০ জুন। সেই হিসাবে প্রকল্পের মেয়াদ রয়েছে আর এক বছর।
রেলপথটি নির্মাণ হলে বগুড়া ও সিরাজগঞ্জ থেকে রাজধানী ঢাকায় যাতায়াতের সময় কমবে প্রায় চার ঘণ্টা। দূরত্ব কমবে ১১২ কিলোমিটার। এতে উত্তরাঞ্চলের কৃষি ও শিল্পপণ্য এবং যাত্রী পরিবহনে নতুন গতি আসবে।
জেড নিউজ, ঢাকা।