জুলাই বিপ্লবের স্পিরিট বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বোঝাপড়া সৃষ্টি করতে কাজ করছে সরকার। রাষ্ট্রের সংস্কার ও গণতান্ত্রিক অভিযাত্রায় দেশকে এগিয়ে নিতে নিয়মিত আলোচনা চলছে দলগুলোর সঙ্গে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বিভেদ কিংবা ব্যবধান ঘুচিয়ে দেশের বৃহত্তর স্বার্থে এক হতে হবে জুলাই আন্দোলনের স্টেক হোল্ডার সবগুলো রাজনৈতিক দলকে। আর জাতীয় ঐক্যমত্যে আসতে রাখতে হবে ছাড় দেওয়ার মানসিকতা।
রবিবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজও বললেন একই কথা। কমিশনের দ্বিতীয় ধাপের পঞ্চম দিনের বৈঠকের স্বাগত বক্তব্যে তিনি বলেন, সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় রাষ্ট্রের অমিমাংসিত ইস্যুগুলোর সমাধান খুঁজছে। দেশ ও জাতির বৃহৎ স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ছাড়ের মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সংসদে উচ্চকক্ষ গঠন, নারীদের প্রতিনিধিত্ব, রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া কি হবে- এই বিষয়গুলো নিয়ে এখনো দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। দলগুলোর সঙ্গে বারংবার বৈঠকে এই ইস্যুরই সমাধান করতে চাইছে সরকার।
জেড নিউজ, ঢাকা