পলাতক সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা সম্প্রতি এক অডিও বার্তায় প্রশ্ন তোলেন সেন্ট মার্টিন নিয়ে। শেখ হাসিনার সেই অডিও বার্তার সূত্র ধরে ভারতীয় গণমাধ্যম জি ২৪ ঘন্টা সংবাদ প্রকাশ করে বলছে- সেন্ট মার্টিন কি আদৌ আছে বাংলাদেশের?
এছাড়া, খবরে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তারা বলছে- গত ৮ মাসে বাংলাদেশের জনগণকে কি দিয়েছে ইউনূস সরকার? মিথ্যাচার করে তারা আরো বলছে, অন্তর্বর্তী সরকার শুধু আওয়ামী লীগ নেতা-কর্মীদের গ্রেফতার ও খুন করেছে। দেশের উন্নয়ন করতে পারেনি।
বাস্তবতা হলো, প্রবাল ও জীববৈচিত্র রক্ষার জন্য একটি নির্দিষ্ট সময়ের জন্য সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কিন্তু আওয়ামী ষড়যন্ত্রীরা বিভ্রান্তি ছড়িয়ে বলছে, সেন্ট মার্টিন অন্যদেশকে লিজ দিয়েছে সরকার। যা নির্জলা মিথ্যাচার। এছাড়া, গত সাড়ে ১৫ বছরের অপশাসনে অনিয়ম-দূর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু আওয়ামী ফ্যাসিস্টরা এটিকে নিয়েও গুজব ছড়াচ্ছে। শুধু আওয়ামী লীগ নয়, যারাই অপকর্মের সাথে জড়িত সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেবে অন্তর্বর্তী সরকার।
জেড নিউজ, ঢাকা।