Sunday, May 25, 2025
More
    Homeসংবাদঈদে আসছে নতুন টাকা, থাকছে না ব্যক্তির ছবি

    ঈদে আসছে নতুন টাকা, থাকছে না ব্যক্তির ছবি

    সব জল্পনা কল্পনার অবসান শেষে ঈদুল আজহা উপলক্ষ্যে বাজারে আসছে নতুন টাকা। ইতিমধ্যে নতুন টাকা ছাপানোও শুরু হয়ে গেছে। তবে নতুন এই টাকায় থাকছে না কোনও ব্যক্তির ছবি। বাংলাদেশের বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য, ঐতিহ্যবাহী স্থাপনার ছবি থাকবে নোটগুলোতে। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

    শনিবার পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনে দেশের প্রথম ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি। গভর্নর বলেন, নতুন নোটে থাকবে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা। ঈদ বাজারে প্রথমে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসবে। টাঁকশাল থেকে জানা গেছে, ২০ টাকার নোট ছাপা প্রায় সম্পন্ন। আগামী সপ্তাহে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। এরপরে ৫০ ও ১০০০ টাকার নোট বাংলাদেশ ব্যাংককে বুঝিয়ে দেবে টাঁকশাল। এরপর কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নেবে এই টাকা কবে বাজারে আসবে।

    গভর্নর পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে বলেন, পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা অন্তর্বর্তী সরকারের রাজনৈতিক অঙ্গীকার। বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রচারিত হওয়ায় তা ফেরত পাঠাতে চাপ তৈরি হয়েছে। পাচারকৃত অর্থ ফ্রিজ করায় অর্থ ফেরত আনার প্রথম ধাপ সম্পন্ন হয়েছে।
    জেড নিউজ, ঢাকা।

    সর্বশেষ

    প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

    জেড নিউজ, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

    রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে দেশে...

    সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

    কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের...

    পৃথিবীর কোন কোন অঞ্চলে মশা নেই এবং কেন নেই

    পৃথিবীর গুটিকয় অঞ্চল, যেখানে মশা নেই, তার মধ্যে আইসল্যান্ড অন্যতম এর মূল কারণ সেখানকার জলবায়ু ও পরিবেশগত অবস্থা।মশা বিভিন্ন কারণেই আইসল্যান্ডে ঘাঁটি গাড়তে সক্ষম হয়নি। প্রথমত, এই অঞ্চলে প্রাকৃতিকভাবে অন্য অঞ্চল থেকে মশা আসতে পারেনি।  দ্বিতীয়ত, এই অঞ্চলের পরিবেশ মশা টিকে থাকার জন্য অনুকূল নয়।  মশার বংশবিস্তারের জন্য উষ্ণ ও বদ্ধ পানির প্রয়োজন। কিন্তু আইসল্যান্ডে এমন পানির উৎস খুবই সীমিত। যদি আইসল্যান্ডে কোনোভাবে মশা চলেও আসে, তাহলে ঠান্ডা আবহাওয়া ও বংশবিস্তারের জন্য অনুকূল পরিবেশের অভাবে নিজেদের পূর্ণাঙ্গ জীবনচক্র সম্পন্ন করার জন্য রীতিমতো যুদ্ধ করে টিকে থাকতে হবে। কিছু গবেষণা থেকে ধারণা করা যায়, এ ক্ষেত্রে আইসল্যান্ডের মাটির গঠনেরও কিছু ভূমিকা আছে। অনেকে বিশ্বাস করেন, আইসল্যান্ডে যেহেতু পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ ভ্রমণ করেন, তাই সেখানে মশা গেলেও যেতে পারে।কিন্তু মশা সেখানে টিকতে পারবে নাতাত্ত্বিকভাবে, মশা হয়তোবা একসময় সেখানকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেবে। কিন্তু বাস্তবে তা সহজে সম্ভব হবে না।  বাস্তবে তেমন কিছু ঘটতে হলে সেখানকার পরিবেশে বেশ কিছু পরিবর্তন আসতে হবে।

    আরও সংবাদ

    প্রতিবন্ধকতা কাটিয়েই অর্পিত দায়িত্ব পালন করতে হবে: প্রধান উপদেষ্টা

    জেড নিউজ, ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস...

    রুদ্ধদ্বার বৈঠকে উপদেষ্টারা

    জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে দেশে...

    সীমান্তে আটক ২৪ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

    কাজের সন্ধানে ভারতের দিল্লিতে গিয়ে ফিরে আসার সময় বিএসএফের...