বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগের গুঞ্জনে বেশ উচ্ছসিত ভারতীয় গদি মিডিয়াগুলো।দেশটির বেশিরভাগ গণমাধ্যমেই ফলাও করে ছাপা কিংবা প্রচার হয়েছে সংবাদটি। অতি উৎসাহিত হয়ে খবরে তাদের বলেতে শোনা যায় যে – বাংলাদেশ এবার ইউনূস মুক্ত হলো, খেলা শেষ হলো বাংলাদেশে।
আসলে ড. ইউনূসকে নিয়ে তাদের এতো ভয়ের কারণ, বিগত সরকারের সময় নিজেদের স্বার্থের জলাঞ্জলি দিয়ে ভারতকে সেবা দিয়ে গেছে বাংলাদেশ। ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতা ধরে রাখতে একতরফা ভাবে তাদেরকে ট্রানজিটসহ নানান সুবিধা দিয়েছিলো। বন্ধুত্বের নামে গত ১৫ বছর বাংলাদেশকে অনেকটা শোষণ করে এসেছিলো ভারত।
কিন্তু ড. ইউনূসের নের্তৃত্বে অন্তর্বর্তী সরকার সেসব সুবিধা বন্ধ করে ন্যায্যতার ভিত্তিতে বন্ধুত্বের কথা বলতেই আঁতে ঘা লাগে ভারতের। শুরু থেকেই ভারতীয়দের তোপের মুখে পড়ে অন্তর্বর্তী সরকার।তাই ড. ইউনূসের পদত্যাগের খবরে তাদের পালে হাওয়া লাগে। তবে, তাদের এই সূখানূভূতি দীর্ঘস্থায়ী হওয়ার সুযোগ নেই। কারণ, সব বিভ্রান্তি এড়িয়ে ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে এগিয়ে নিতে নিরলস ভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।
জেড নিউজ, ঢাকা।