বাংলাদেশের অর্থনীতি দুর্ঘটনার শিকার হয়েছে। অন্তর্বর্তী সরকারের পক্ষে অর্থনৈতিক পুনরুদ্ধার পুরোপুরি সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।অন্তর্বর্তী সরকার এটি পুনর্গঠনের চেষ্টা করছে। এর মধ্যে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়িয়েছে। রাজনৈতিক সরকারকে এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।
গুলশানে ‘বাংলাদেশে আর্থিক খাতের উন্নয়ন’শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি। আগামী মাসেই দেশের রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারে উন্নীত হবে বলেও জানান গভর্নর।গভর্নর বলেন, আমরা হয়তো ভবিষ্যতের নির্বাচিত সরকারের নিকট একটি আংশিকভাবে পুনর্গঠিত অর্থনীতি দিয়ে যাব। তারা অর্থনৈতিক পুনরুদ্ধারের এ প্রক্রিয়া চলমান রাখবে বলে আমরা প্রত্যাশা। যত দিন আমরা রাজনৈতিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে না পারব, তত দিন অর্থনৈতিক বিকেন্দ্রীকরণও সম্ভব হবে না। যদিও এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভরশীল।
গভর্নর আরও বলেন, দুর্ঘটনাকবলিত অর্থনীতি পুনর্গঠনে দরকার অর্থনৈতিক বিপ্লব। এ জন্য জুলাই বিপ্লবকে রাজনৈতিকভাবে শক্তিশালী করতে হবে। দূর করতে হবে অর্থনৈতিক বৈষম্য। আগামী মাসে রিজার্ভ ২৭ থেকে বেড়ে হবে ৩০ বিলিয়ন ডলার। এ রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে, যার জন্য সময় প্রয়োজন।
জেড নিউজ , ঢাকা ।