প্রতি বছর ঈদ এলেই তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস নিয়ে সৃষ্টি হয় অস্থিরতা। লোকসান কিংবা শিপমেন্ট বাতিলের দোহাই দিয়ে কোনো কারখানা মালিক শ্রমিকদের পাওনা পরিশোধ নিয়ে গড়িমসি করেন। যার চাপ এসে পড়ে সরকারের ওপর। এবার তার ব্যতিক্রম হয়নি।
সংশ্লিষ্টরা বলছেন, হাসিনা সরকারের পতনের পর পোশাকখাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করে আওয়ামীপন্থী কারখানা মালিকরা। দিনের পর দিন গাজীপুর ও রাজধানীর একটি বৃহত অংশ অচল করে তান্ডব চালানো নয়। তবে সেই বিশৃঙ্খল পরিস্থিতি সরকার সামলে নিয়েছে।
সম্প্রতি কয়েকটি ঈদের আগে বেতন-বোনাস পরিশোধের দাবিতে সম্প্রতি শ্রমিকদের একটি অংশ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা ঘেরাওয়ের কর্মসূচী ঘোষণা করে। উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে সরকার।
সম্প্রতি সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ঈদুল আজহা সামনে রেখে শ্রমিকদের পাওয়া পরিশোদের জন্য চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত মালিকদের সময় দিয়েছে সরকার। এই সময়ের মধ্যে শ্রমিকদের দেনা-পাওনা পরিশোধ না করলে যেসব মালিকদের বিরুদ্ধে মামলা রয়েছে তাদের গ্রেফতার করা হবে।
জেড নিউজ, ঢাকা।