পতিত আওয়ামী লীগের দেওয়া জুন-জুলাইয়ের টার্গেট। অনলাইনে নানা রকমের উস্কানি। সব মিলে একটি নাশকতার পরিকল্পনা ছিলো তাদের। তবে সরকারের কঠোর অবস্থান ও বিপ্লবের স্টেক হোল্ডারদের সজাগ দৃষ্টি বাঁধা হয়ে দাঁড়িয়েছে তাদের সেই পরিকল্পনা বাস্তবায়নে।
কিন্তু বিপত্তি দেখা দিয়েছে অসংখ্য দাবি নিয়ে রাস্তায় হাজারো মানুষের আন্দোলন ও আর আন্দোলন সৃষ্ট সহিংসতা। একটি অরাজনৈতিক সরকারকে বেগ পেতে হচ্ছে এসব দমনে। হাসিনা পতন আন্দোলনের পক্ষের গোষ্ঠীকে সরকার না পারছে দমন করতে, না পারছে দাবি মেনে তাদের ঘরে ফেরাতে। এ যেন শ্যাম রাখি না কূল রাখি অবস্থা।
সংশ্লিষ্টরা বলছেন, সামান্য বিষয়কে কেন্দ্র করে প্রতিদিনই রাজপথে নামছে অসংখ্য গ্রুপ। তাদের কোনো কোনো দাবির ন্যায্যতা থাকলেও অধিকাংশের দাবিই মনগড়া-কিংবা মামু বাড়ির আবদারের মতো।যে যখন যেভাবে পারছে কিছু একটা নিয়েই ঝাঁপিয়ে পড়ছে মাঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে সরকারকে। স্থবির হয়ে পড়ছে রাজধানী ঢাকা। বিড়ম্বনা বাড়ছে নগরবাসীর। এই অবস্থায় সাধারণ মানুষের সমালোচনা সহ্য করতে হচ্ছে ড. ইউনূস সরকারকে।
সাধারণ মানুষের দাবি, অস্থিরতা কমিয়ে খুব দ্রুতই দেশকে একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসুক অন্তবর্তী সরকার।
জেড নিউজ, ঢাকা।