বেশ কিছুদিন ধরে বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশী মুসলিম এবং রোহিঙ্গাদের বাংলাদেশে পুশব্যাক করছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী, বিএসএফ। এমনকি এখন পর্যন্ত বেশ কিছু ভারতীয় মুসলিমকেও বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে বলে কোস্টগার্ড সূত্রে জানাগেছে।
সম্প্রতি কাতার ভিত্তিক টেলিভিশন আল জাজিরার এক রিপোর্টে উঠে এসেছে রোহিঙ্গাদের বাংলাদেশে পুশ ব্যাকের করুণ চিত্র। রিপোর্টে ভুক্তভোগী একটি পরিবারকে বলতে শোনা যায় যে- আসামের মাটিয়া রিফিউজি ক্যাম্পে আশ্রয় নেয়া পরিবারটিকে চোখ বেঁধে কোন এক অজ্ঞাত স্থানে রেখে আসা হয়। পরবর্তীতে তারা নিজেদের বাংলাদেশে সীমান্তে আবিস্কার করেন। পরে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি সদস্য ও স্থানীয় জনগন তাদের উদ্ধার করেন।
রিপোর্টে আরো বলা হয়, ভারতের মাটিয়া ক্যাম্পে অবস্থানের সময় ভারতীয় শৃংখলা বাহিনী আন্তর্জাতিক শরনার্থী আইন ভেঙ্গে তাদের উপর নির্মম নির্যাতন চালায়। নির্যাতনে তার পরিবারের এক সদস্য স্থায়ী ভাবে শ্রবণ শক্তি হারিয়েছেন বলেও বলতে শোনা যায় পরিবারটিকে। অথচ এই পরিবারের সদস্যদের কাছে জাতিসংঘ শরণার্থী শিবিরের বৈধ কার্ডও রয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত রোহিঙ্গা শরনার্থীদের বাংলাদেশে পুশব্যাকের চেষ্টা করছে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্তে কড়া নজরদারি রেখেছে বিজিবি সদস্যরা। এছাড়া ভারতের পুশব্যাক রোধে স্থানীয় বাসিন্দাদেরও সতর্ক থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।
জেড নিউজ, ঢাকা।