Wednesday, September 10, 2025
More
    Homeলিড নিউজরাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংশোধন চাওয়া রিভিউয়ের পরবর্তী শুনানি ১ জুলাই

    রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংশোধন চাওয়া রিভিউয়ের পরবর্তী শুনানি ১ জুলাই

    রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম সংশোধন চাওয়া রিভিউ আবেদনের পরবর্তী শুনানির জন‍্য আগামী ১ জুলাই দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ। রবিবার (১৮ মে) জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ এ আদেশ দেন। আজ আংশিক শুনানি অুনষ্ঠিত হয়।

    আদালতে রিভিউ আবেদনকারী মন্ত্রী পরিষদ সচিবের পক্ষে ছিলেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের রিভিউ আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার নিহাদ কবির ও অ্যাডভোকেট প্রবীর নিয়োগী। ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এম আবদুল কাইয়ূম।

    গত ৯ জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে দ্রুত রিভিউ শুনানির আবেদন করেছে বিচারকদের সংগঠন জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। আবেদনটি করেন ব্যারিস্টার নিহাদ কবীর।

    সেদিন আইনজীবী আপিল বিভাগকে বলেন, রিভিউটির দ্রুত শুনানি হওয়া উচিৎ। কারণ রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের এটি ঠিক মতো হয় না।

    প্রসঙ্গত, রুলস অব বিজনেস অনুযায়ী ১৯৮৬ সালের ১১ সেপ্টেম্বর ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে তৈরি করে তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। ২০০০ সালে এটি সংশোধন করা হয়। সংশোধিত এ ওয়ারেন্ট অব প্রিসিডেন্সের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব আতাউর রহমান। ওই রিটের ওপর ২০১০ সালের ৪ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে ওই ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে বাতিল করে আট দফা নির্দেশনা দেওয়া হয়।

    পরে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হয়। ২০১৫ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম ঠিক করে রায় দেন আপিল বিভাগ। এর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয় ২০১৬ সালের ১০ নভেম্বর।

    সেই রায়ে বলা হয়েছে— সংবিধান যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ আইন, সেহেতু রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের শুরুতেই সাংবিধানিক পদাধিকারীদের গুরুত্ব অনুসারে রাখতে হবে। জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যরা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের ২৪ নম্বর থেকে ১৬ নম্বরে সরকারের সচিবদের সমমর্যাদায় উন্নীত হবেন। জুডিসিয়াল সার্ভিসের সর্বোচ্চ পদ জেলা জজ। অন্য প্রশাসনের সর্বোচ্চ স্তরে সচিবরা রয়েছেন। অতিরিক্ত জেলা জজ ও সমমর্যাদার বিচার বিভাগীয় সদস্যদের অবস্থান হবে জেলা জজদের ঠিক পরেই, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমের ১৭ নম্বরে।

    রায়ে আরও বলা হয়েছে, রাষ্ট্রীয় পদমর্যাদাক্রম কেবল রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নীতি নির্ধারণী ক্ষেত্র বা অন্য কোনও কার্যক্রমে যেন এর ব্যবহার না হয়।

    সর্বশেষ

    গাজায় নৃশংসতার জন্য ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র...

    জেড নিউজ, ঢাকা: দখলদার ইসরাইলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত...

    মাদককাণ্ডে নাম জড়ানো বিষয়ে মুখ খুললেন সাফা কবির

    মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গেল বছরের ১৭ অক্টোবর ঢাকা আন্তর্জাতিক...

    ভারত–পাকিস্তান অধিনায়কদের বার্তা: আগ্রাসনে কোনো ছাড় নয়

    এশিয়া কাপ টি২০ ২০২৫-এ ভারত–পাকিস্তান হাইভোল্টেজ লড়াই ঘিরে দুই...

    কাতারে ইসরায়েলের হামলা

    আগ্রাসনবাদী ইসরায়েল কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালিয়েছে। তাদের...

    আরও সংবাদ

    গাজায় নৃশংসতার জন্য ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পররাষ্ট্র...

    জেড নিউজ, ঢাকা: দখলদার ইসরাইলের নৃশংসতার জন্য জবাবদিহিতা নিশ্চিত...

    মাদককাণ্ডে নাম জড়ানো বিষয়ে মুখ খুললেন সাফা কবির

    মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গেল বছরের ১৭ অক্টোবর ঢাকা আন্তর্জাতিক...

    ভারত–পাকিস্তান অধিনায়কদের বার্তা: আগ্রাসনে কোনো ছাড় নয়

    এশিয়া কাপ টি২০ ২০২৫-এ ভারত–পাকিস্তান হাইভোল্টেজ লড়াই ঘিরে দুই...