অবৈধভাবে যেসব ভারতীয় বাংলাদেশে আছেন তাদের ভারতের মতো পুশব্যাক করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ ভারতীয়দের প্রোপার চ্যানেলে পাঠানো হবে বলে জানান তিনি।
শনিবার সুন্দরবনে বিজিবির ‘বয়েসিং ভাসমান বিওপি’উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।এ সময় ভারতে অবস্থানরত বাংলাদেশিদের ‘পুশইন’বা জোর করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাঠানো নয়, বরং কূটনৈতিক ও প্রপার চ্যানেলের মাধ্যমে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূতের সঙ্গে কথা হয়েছে। ভারত সরকারকে চিঠিও দেয়া হয়েছে। আমরা তাদের অনুরোধ করেছি, পুশইনের পরিবর্তে যেন বাংলাদেশিদের যথাযথ কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে ফেরত পাঠানো হয়।তিনি আরও জানান, আমরা ভারতের পুশইনকে কোনো উসকানি হিসেবে দেখছি না। একইসঙ্গে বাংলাদেশে অবস্থানরত ভারতীয়দের ক্ষেত্রেও আমরা প্রপার চ্যানেল ব্যবহার করেই ফেরত পাঠানোর নীতিতে অটল আছি।
পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত বিজিবি’র মহাপরিচালক , পুশ ইনের মাধ্যমে দেশে জঙ্গি ও সন্ত্রাসীদের প্রবেশের ঝুঁকি রয়েছে উল্লেখ করে বলেন , যেখানেই পুশইনের চেষ্টা হচ্ছে, সেখানেই স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিরোধ করা হচ্ছে।
জেড নিউজ , ঢাকা ।