ভারতে একক হিন্দুত্ববাদী রাষ্ট্র কায়েম করতে বিভিন্ন রাজ্যে মোদি সরকারের মুসলমান নির্যাতন একটি পুরনো বিষয়। বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বাসস্থানসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে ভেঙ্গে ফেলা এবং মুসলমানদের উপর হামলা ও হতাহতের ঘটনা প্রায় নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তারই ধারাবাহিকতায় এবার ভারতের উত্তরপ্রদেশের সাত জেলায় অভিযান চালিয়ে মুলসমানদের ২৮০টি ধর্মীয় স্থাপনা ধ্বংস করেছে মোদি প্রশাসন। ধ্বংস করা স্থাপনাগুলোর মধ্যে রয়েছে ২২৫টি মাদ্রাসা, ৩০টি মসজিদ, ২৫টি মাজার এবং ছয়টি ঈদগাহ।
রাজ্য প্রশাসন থেকে দেওয়া এক বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, এসব ধর্মীয় স্থাপনাগুলো ছিল অবৈধ। যা যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে এই স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল।
ভারতের কেন্দ্রীয় ও উত্তরপ্রদেশ রাজ্য সরকারে আসীন বিজেপি দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, অবৈধ ধর্মীয় স্থাপনাগুলো ধর্মীয় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ‘প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে।
তবে, দেশের মানবাধিকার গোষ্ঠীগুলি বলছে, নরেন্দ্র মোদীর শাসনামলে ভারতের মুসলিমরা বৈষম্য ও নির্যাতনের শিকার হচ্ছেন এবং তারা কার্যত দেশের ভেতরেই ‘দ্বিতীয় শ্রেণির নাগরিকে’র মতো জীবনযাপনে বাধ্য হচ্ছেন। অতীতেও বহুবার দেশের ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিমদের আক্রমণের নিশানা করেছে মোদি সরকার।
জেড নিউজ , ঢাকা ।