প্রকৃতির বিস্ময় ২০০ বছরের প্রাচীন আমগাছ!
প্রথম দেখাতে বটগাছ ভেবে অনেকেই ভুল করে বসেন। বিশাল আকৃতির ডালপালা আর ছড়ানো-বাঁকানো বৈশিষ্টের গাছটি আসলে একটি সূর্যপুরী জাতের আমগাছ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে এর অবস্থান।
প্রকৃতির আপন খেয়ালে জন্মে আজ সেটি কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শুধু ঠাকুরগাঁওয়ের মানুষের কাছেই নয়, ইতিমধ্যে গোটা দেশেই প্রকৃতির বিস্ময় হয়ে পরিচিতি পেয়েছে গাছটি। গাছের মূল থেকে ডালপালাকে আলাদা করে দেখতে চাইলে রীতিমত অবাক হতে হয়।
এর ব্যতিক্রমী বৈশিষ্ট্য দেশি-বিদেশী পর্যটককে আকৃষ্ট করে। স্থানীয়দের ধারণা গাছটির বয়স হবে অন্তত ২০০ বছর।