ভারত-পাকিস্তান যুদ্ধেই হাওয়া ঘুরছে বাংলাদেশে-ভয়ঙ্কর রুপে ফিরছে আওয়ামী লীগ- এটি পশ্চিমবঙ্গের একটি মিডিয়ার বিশেষ খবর। সেখানে একজন নারী প্রেজেন্টার আজগুবি সব কথা বলছেন। প্রতিবেদনে ভিডিও দেখানো হচ্ছে আওয়ামী লীগের পুরণো আমলের।
নিউজের মূল কথা- সরকার তড়িঘড়ি করে আওয়ামী লীগ নিষিদ্ধের উদ্যোগ নিয়েছে। যেখানে ইন্ধন ছিলো এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর। ভারত- পাকিস্তান যুদ্ধের মধ্যে এমন সিদ্ধান্ত নেওয়াটা নাকি বাংলাদেশের জন্য অশনি ডেকে আনবে।
অথচ খবর হলো- গণহত্যাকারী দল আওয়ামী লীগকে চব্বিশের ৫ আগস্ট এদেশের জনগণই ঝেটিয়ে বিদায় করেছে। হাসিনা সরকারের সীমাহীন অপরাধের দায়ে দলটির কার্যক্রম নিষিদ্ধ- সেতো এদেশের মানুষেরই দাবি। উপরন্তু গণহত্যার দায়ে দলটির নেতা-কর্মীদের বিচারের দাবি ছিলো নতুন সরকার গঠনের শুরুর দিন থেকেই। দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে সরকারও তাদের বিচারের প্রতিশ্রুতি দিয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যাকারী দলটির বিচার এখন চলমান।
সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধে পাকিস্তানের সঙ্গে ভারতের শোচনীয় পরাজয়ের পর দেশটির মিডিয়া এখন মুখ লুকাতে বাংলাদেশকে নিয়ে মেতে উঠেছে। সেক্ষেত্রে তারা বেছে নিয়েছে পুরণো প্রপাগান্ডার পথ।
জেড নিউজ ঢাকা।