ভারত-পাকিস্তান যুদ্ধের ডামাঢোলের মধ্যেই বাংলাদেশে ঢুকছে ভারতীয় নাগরিক। সম্প্রতি খাগড়াছড়ি সীমান্ত দিয়ে ৬৬ ভাতীয়কে বাংলাদেশে পুশইন করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়টিকে ভারতের অন্যায় পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছে সরকার।বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরে লোকজনকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে ভারতের কর্মকাণ্ড যথাযথ চ্যানেলে পরিচালিত হয়নি। এটি একটি অন্যায্য পদ্ধতি। এটি আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে করা দরকার।
সূত্র বলছে, চব্বিশের গণ বিপ্লবের পর ভারত নানাভাবেই বাংলাদেশকে উত্যক্ত করছে। সীমান্তে অস্থিরতা সৃষ্টির পাশাপাশি দেশটির সঙ্গে করা চুক্তি বাতিল করে কখনো নিজের ক্ষতি ডেকে আনছে ভারত। আবার কখনো বাংলাদেশেরও ক্ষতি করছে তারা।সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের পুশইন করার বিয়ষটি তারই অংশ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশের নিরাপত্তার স্বার্থেই প্রতিবেশি ভারত ও মিয়ানমার থেকে অবৈধ পুশইন বন্ধে সরকারকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হচ্ছে সচেতন মহল থেকে।
জেড নিউজ, ঢাকা।