Sunday, May 11, 2025
More
    Homeখেলা৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার

    ৭ গোলের রোমাঞ্চকর ম্যাচে বার্সাকে হারিয়ে ফাইনালে ইন্টার

    শুরুতে দুই গোলে এগিয়ে গেল ইন্টার মিলান। এরপর চমক দেখাল বার্সেলোনা।

    সমতায় ফিরল তারা। শেষদিকে আরও এক গোলে জয়ের কাছে পৌঁছে যায় দলটি। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে এই গোল শোধ দিয়ে দেন ফ্রান্সেসকো আচেরবি। ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ালে সেখানে ব্যবধান গড়ে দেন দাভিদ ফ্রাত্তেসি।

    গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালের ফিরতি লেগে বার্সেলোনাকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে ইন্টার মিলান। দুই লেগ মিলিয়ে ৭-৬ অগ্রগামিতায় তারা পৌঁছে গেল ফাইনালে। লাউতারো মার্তিনেস ও হাকান কালহানোগলুর গোলে ইন্টার লিড নেওয়ার পর বার্সাকে সমতায় ফেরান এরিক গার্সিয়া ও দানি ওলমো। পরে তাদের এগিয়ে নেন রাফিনিয়া। যোগ করা সময়ে ইন্টারকে আচেরবি সমতায় ফেরানোর পর অতিরিক্তি সময়ে জয়সূচক গোলটি করেন ফ্রাত্তেসি।

    মিলানের সান সিরোতে ম্যাড়মেড়ে শুরুর পর ২৩তম মিনিটে সুযোগ পায় ইন্টার। ডেনজেল ডামফ্রিসের দেওয়া বল টেনে নিয়ে স্ট্যান্সনিকে বোকা বানিয়ে জাল খুঁজে নেন লাওতারো। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে দলকে চালকের আসনে বসান কালহানোগলু। পাউ কুবার্সি নিজেদের বক্সে লাওতারোকে ফাউল করে পেনাল্টির আবেদন করে ইন্টার। ভিএআর দেখে সিদ্ধান্ত দেন রেফারি।

    বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান কমান গার্সিয়া। বক্সের বাঁ দিক থেকে জেরার্দ মার্তিনের ক্রসে ভলিতে ঠিকানা খুঁজে নেন বার্সা ডিফেন্ডার। ছয় মিনিট পর সমতায় ফেরে তারা। মার্তিনের ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন ওলমো। ৮৭ত মিনিটে চমক দেখান রাফিনিয়া। পেদ্রির পাস থেকে গোল করে দলকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান এই তারকা। কিন্তু যোগ করা সময়ে ইন্টারকে সমতায় ফেরান আচেরবি। বক্সের বাইর থেকে আসা ডামফ্রিসের ক্রস টোকায় জালে পাঠান তিনি।

    অতিরিক্ত সময়ে গড়ানো লড়াইয়ে ম্যাচের ৯৯তম মিনিটে ইন্টারকে ৪-৩ গোলে এগিয়ে নেন দ্বিতীয়ার্ধে বদলি নামা ফ্রাত্তেসি। বক্সে মেহদি তারেমির পাস থেকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান এই মিডফিল্ডার। শেষদিকে অনেক চেষ্টা করেও আর গোল পায়নি বার্সা।

    সর্বশেষ

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগে ছাত্র-জনতা

    আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধসহ তিন দফা...

    ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব চীনের

    ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ...

    আব্দুল হামিদ পালানোর সঙ্গে জড়িতদের শাস্তি দিতে না পারলে...

    সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়া ঘটনার সঙ্গে জড়িতদের...

    সিলেট সীমান্তে ভারতের কারফিউ জারি

    সিলেট সীমান্তঘেঁষা ভারতের মেঘালয় রাজ্যে সীমান্তবর্তী অঞ্চলে রাত্রিকালীন চলাচলে...

    আরও সংবাদ

    আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজও শাহবাগে ছাত্র-জনতা

    আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও দলটি নিষিদ্ধসহ তিন দফা...

    ভারত-পাকিস্তানের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব চীনের

    ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ...

    আব্দুল হামিদ পালানোর সঙ্গে জড়িতদের শাস্তি দিতে না পারলে...

    সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের পালিয়ে যাওয়া ঘটনার সঙ্গে জড়িতদের...