Monday, May 5, 2025
More
    Homeরাজনীতিস্বাধীন সংবাদপত্রের পক্ষে ছিলাম, আছি, থাকব: ফখরুল

    স্বাধীন সংবাদপত্রের পক্ষে ছিলাম, আছি, থাকব: ফখরুল

    “কোনো কোনো সংবাদমাধ্যম ভাবছে, তাদের কথাই সঠিক। এর বাইরে কেউ বলতে গেলে হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টদের দোসর।

    ক্ষমতায় থাকুক বা না থাকুক, বিএনপি সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে থাকবে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    রোববার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের এক আলোচনা সভায় তিনি বলেন, “আমরা নির্দ্বিধায় দৃঢ়চিত্তে স্পষ্ট করে বলতে পারি, আমরা বরাবরই সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব, সে সরকারে থাকি আর না থাকি, এ ব্যাপারে আপনাদের আমরা নিশ্চয়তা দিতে পারি।”

    জাতীয় প্রেস ক্লাবে সম্পাদক পরিষদ এ সভা আয়োজন করে।

    সেখানে বিএনপি মহাসচিব বলেন, “আমরা আপনাদের নিশ্চিত করতে পারি, সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করি শুধু নয়, এটা আমাদের বিশ্বাস, আস্থা এবং এটাকে আমরা যদি কখনো সুযোগ পাই, সরকারিভাবে সেখানেও আমরা এটা প্রতিষ্ঠা করব, না পেলে বিরোধী দলে থাকলে সেখানেও আমরা এটা প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম চালিয়ে যাব।

    “খুবই স্পষ্ট ভাষায়, দৃঢ় ভাষায় আমরা বলতে চাই, আমরা কখনোই অন্যায়ভাবে অন্যের মতকে চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা আছে, সেটা সমর্থন করব না।”

    সংবাদপত্রের স্বাধীনতার বিষয়টি ২০১৬ সালে ঘোষিত ‘ভিশন-২০৩০’ ও ২০২৩ সালে প্রণীত ৩১ দফার রাষ্ট্র কাঠামো মেরামতের কর্মসূচিতে রয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

    জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলের এ সভায় বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদকরা অংশগ্রহণ করেন।

    মির্জা ফখরুল বলেন, “চারটি সংবাদপত্র ছাড়া সব সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় এলেন, তিনি নিষিদ্ধ সংবাদপত্রগুলো চালু করেছেন, স্বাধীনতা দিয়েছেন।

    “আমরা বলি না যে, আমরা একেবারেই ধুয়া তুলশি পাতা। কিন্তু এ কথা নিঃসন্দেহে বলতে পারি, আমরা সংবাদপত্রের স্বাধীনতার জন্য অনেক বেশি কাজ করেছি।”

    দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এ বিএনপি নেতা বলেন, ‘‘আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি। অনেক রকম ঘটনা ঘটছে, অনেক রকম টানা-হেঁচড়া চলছে।”

    নিজের বাবা সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিনের কথা তুলে ধরে তিনি বলেন, “আমার বাবা কিন্তু মুসলিম লীগ করতেন; আপনারা অনেকে জানেন। কিন্তু তিনি চিন্তাভাবনায় কথাবার্তায় তখনকার সময়ের তুলনায় অনেক আধুনিক ছিলেন। তিনি সংস্কৃত পড়েছেন, পার্সিও পড়েছেন।”

    দেশের সংবাদমাধ্যমের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, “কোনো কোনো সংবাদমাধ্যম আছেন, তারা ভাবছেন, তারা যা বলছেন, ওইটাই সঠিক। ওটার বাইরে কেউ বলতে গেলে তিনি হয়ে যাচ্ছেন ফ্যাসিস্টদের দোসর, অথবা ভারতীয় দোসর, অথবা আওয়ামী লীগের দোসর।

    “অলরেডি আমার সেই বদনাম শুরু হয়েছে। এটা আপনারা অনেকে ভালো করে জানেন। ওই জন্য বলছি, দুর্ভাগ্যজনক, কষ্টকর। আমরা জ্ঞানত কখনো দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কাজ করার কথা চিন্তা করি না।”

    সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনামের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, নিউ এইজের সম্পাদক নুরুল কবির ও কালের কণ্ঠ সম্পাদক হাসান হাফিজ বক্তব্য রাখেন।

    অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, দৈনিক ইনকিলাবের সম্পাদক এএমএম বাহাউদ্দিন, সমকালের সম্পাদক শাহেদ মুহাম্মদ আলীও উপস্থিত ছিলেন।

    সর্বশেষ

    কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

    এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের...

    স্বাধীন ও স্থায়ী কমিশন গঠনের সুপারিশ স্বাস্থ্য বিষয়ক সংস্কার...

    স্বাধীন ও স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করে প্রধান উপদেষ্টা...

    ভয়ংকর রূপে মোশাররফ করিম

    গেল মুক্তি পাওয়া ‘চক্কর’ সিনেমায় দেখা গেছে মোশাররফ করিমকে।...

    পিএসএলে রিশাদের রেকর্ড

    দারুণ ফর্মে থাকলেও তিন ম্যাচ বসে থাকতে হয়েছে রিশাদ...

    আরও সংবাদ

    কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি-এসআই প্রত্যাহার

    এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে ঢাকা মহানগর পুলিশের...

    স্বাধীন ও স্থায়ী কমিশন গঠনের সুপারিশ স্বাস্থ্য বিষয়ক সংস্কার...

    স্বাধীন ও স্থায়ী কমিশন গঠনের সুপারিশ করে প্রধান উপদেষ্টা...

    ভয়ংকর রূপে মোশাররফ করিম

    গেল মুক্তি পাওয়া ‘চক্কর’ সিনেমায় দেখা গেছে মোশাররফ করিমকে।...