Thursday, May 1, 2025
More
    Homeরাজনীতিরাজনৈতিক দলের সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটের সব চেষ্টা ‘বৃথা যাবে’: সিইসি

    রাজনৈতিক দলের সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটের সব চেষ্টা ‘বৃথা যাবে’: সিইসি

    বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্তত ২১ টি দলের প্রতিনিধি প্রবাসীদের ভোট পদ্ধতি নিয়ে আয়োজিত সেমিনারে অংশ নেন।

    প্রবাসীদের ভোট পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলের সমর্থন না পেলে ইসির সব উদ্যোগ ‘বৃথা’ যাবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

    তিনি বলেছেন, “আপনাদের পরামর্শ নিয়েই আমরা এগোতে চাই। আর সর্বোপরি, আমাদের রাজনৈতিক নেতৃবন্দ যদি সমর্থন না দেন, আমাদের যত এক্সারসাইজ আছে- ইট উইং অল অ্যান্ড ইন ফিউটিলিটি।”

    মঙ্গলবার নির্বাচন ভবনে প্রবাসীদের জন্য ভোট ব্যবস্থা ঠিক করতে অংশীজনদের নিয়ে আয়োজিত সেমিনারের উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ত্রয়োদশ সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং ও প্রক্সি ভোটিংয়ের যেকোনো একটি পদ্ধতি চালু করতে চায় ইসি।

    সিইসি বলেন, “আমরা চাই পরবর্তী নির্বাচনে অন্তত শুরু করতে চাই। অন্তত যাত্রা শুরু হোক। পৃথিবীর বিভিন্ন দেশে শুরু করে আবার এগোতে পারেনি। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারেনি।”

    নাসির উদ্দিন বলেন, “আমরা যখন দায়িত্ব নিই, প্রথম থেকেই প্রবাসী বাংলাদেশিদের ভোটিং আগামী নির্বাচনে চালু করার বিষয়ে উদ্যোগী হই। আমরাও ওয়াদাবদ্ধ, প্রবাসীদের ভোটের বিষয়ে প্রধান উপদেষ্টাও জাতির কাছে একই ওয়াদা করেছেন।

    এবারের নির্বাচনে প্রবাসীদের ভোটদানের ব্যবস্থা করা হবে বলে প্রধান উপদেষ্টা ও বর্তমান ইসির তরফে গত কয়েক মাস ধরেই বলা হচ্ছে।

    সিইসি বলেন, “প্রবাসীরা যখন কথা বলেন, তাদের ভোটের ব্যবস্থা করার দাবি জানিয়ে এসেছেন বরাবরই। গণমাধ্যমেও লেখালেখি দেখি, রাজনৈতিক নেতারাও একই বিষয়ে সোচ্চার।

    রাজনৈতিক দলের সমর্থন ছাড়া প্রবাসীদের ভোটের সব চেষ্টা ‘বৃথা যাবে’: সিইসি

    “আমরা প্রথম থেকেই এ বিষয় নিয়ে কাজ করছি। ইনহাউজ এক্সারসাইজ করেছি, প্রতিষ্ঠান বিশেষজ্ঞদের সাহায্য সহযোগিতা নিয়েছি। লাগসই অপশন যেটা আমরা ইন্ট্রোডিউস করতে পারি, সেটা বের করার চেষ্টা করা হচ্ছে।”

    দেশের আর্থ সামাজিক, রাজনৈতিক বাস্তবতা ও শিক্ষার স্তরকে বিবেচনায় নিয়ে যেকোনো সিদ্ধান্ত নিতে হয় বলে মন্তব্য করেন তিনি।

    নাসির বলেন, “আমাদের বিশেজ্ঞরা অক্লান্ত পরিশ্রম করেছেন কয়েকমাস ধরে। কিছু সাজেশন দিয়েছেন। আমাদের সময়ের স্বল্পতা, সীমাবদ্ধতার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করে আমরা কী করছি তা তুলে ধরা হচ্ছে। আমরা কী করেছি, কোথায় এসে দাঁড়িয়েছি, অভিজ্ঞতা কী তা শেয়ার করতে চাই।”

    এ সেমিনারে বিএনপি, জামায়াত, এনসিপিসহ ২১ দলের প্রতিনিধি উপস্থিত রয়েছেন।

    বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের খানের নেতৃত্বে আছেন ইসমাইল জবিউল্লাহ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এলডিপি, সিপিবি, জেএসডি, বাংলাদেশ মুসলীম লীগ, এনপিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিত, সাংস্কৃতি মুক্তিজোট, এনডিএম, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ জাসদ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিসহ সংবাদমাধ্যম, কারিগরি বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধি অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন।

    অনিবন্ধিত দলের মধ্যে রয়েছেন- জামায়াতে ইসলামীর জসিম উদ্দিন, মতিউর রহমান আকন্দসহ তিন সদস্যের প্রতিনিধি দল এবং এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। রাষ্ট্র সংস্কার আন্দোলন, বাংলাদেশ লেবার পার্টির প্রতিনিধিও উপস্থিত রয়েছেন।

    নাসির উদ্দিন কমিশন প্রবাসী বাংলাদেশিদের ভোট পদ্ধতি নিয়ে গত ৮ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, এমআইএসটি, সমাজক্যাণ মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের নিয়ে একটি কর্মশালা আয়োজন করে। সেখানে অনলাইন ভোট, প্রক্সি ভোট ও পোস্টাল ব্যালট পদ্ধতি উপস্থাপন করা হয়।

    এমআইএসটি, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট তিনটি পদ্ধতি নিয়ে তিনটি প্রতিবেদন দিয়েছে কমিশনে।

    এর মধ্যে নির্বাচন সংশ্লিষ্ট প্রযুক্তিবিদদের নিয়ে ‘অ্যাডভাইজরি টিম’ গঠন করেছে ইসি সচিবালয়। গেল বৃহস্পতিবার ওই টিমের প্রথম সভার পর অংশীজনের নিয়ে এখন সেমিনার হচ্ছে।

    সর্বশেষ

    বাজারে আসছে সোহেল দেওয়ানের ‘তুই বন্ধুরে চাই’

    জেড নিউজ, ডেস্ক আগামী শুক্রবার বাজারে আসছে জনপ্রিয় গায়ক সোহেল...

    চিন্ময় দাসের জামিন স্থগিত

    জেড নিউজ, ঢাকা: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ...

    ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন

    জেড নিউজ, ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ...

    বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত ঘরের চাবি তুলে দিলেন প্রধান...

    জেড নিউজ, ঢাকা: গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য বিশেষ আবাসন...

    আরও সংবাদ

    বাজারে আসছে সোহেল দেওয়ানের ‘তুই বন্ধুরে চাই’

    জেড নিউজ, ডেস্ক আগামী শুক্রবার বাজারে আসছে জনপ্রিয় গায়ক সোহেল...

    চিন্ময় দাসের জামিন স্থগিত

    জেড নিউজ, ঢাকা: জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ...

    ইসকন নেতা চিন্ময় দাসের হাইকোর্টে জামিন

    জেড নিউজ, ঢাকা: রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাক্তন ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ...