সপ্তাহ গড়ালো ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি। এর মধ্যে বৈশ্বিক সমীকরণ শুরু হয়েছে দেশ দুটিকে কেন্দ্র করে। দুই দেশের শীর্ষ সামরিক পর্ায় থেকে পাল্টাপাল্টি হুমকির ঘটনাও ঘটছে। এই অবস্থায় বাড়তি নিরাপত্তা জোরদার করেছে ভারত ও পাকিস্তান।
পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ জানিয়েছেন, প্রতিবেশি দেশটি হামলা করতে পারে এমন আশঙ্কা থেকে নিজেদের সামরিক বাহিনী প্রস্তুত করা হয়েছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় পাকিস্তান সর্বদা প্রস্তুত থাকেও বলেও বিদেশি একটি গণমাধ্যমকে জানান মুহাম্মদ আসিফ। এসময় প্রয়োজন হলে পারমানবিক অস্ত্র ব্যবহারের ঘোষণা দেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, পাকিস্তানের এমন শক্ত অবস্থানের বিপরীতে ভারতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। তবে সম্প্রতি ভারতের বিচ্ছিন্ন কিছু হামলায় পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে মনে করছেন তারা।
এদিকে পারমানবিক শক্তিধর দেশ দুটির মধ্যে যুদ্ধ পরিস্থিতির কারনে শঙ্কা বাড়ছে প্রতিবেশি দেশগুলোর মধ্যেও। সামনের দিনগুলোয় পরিস্থিতি কোনদিকে যায় সেদিকে নজর রাখছে বাংলাদেশসহ অন্যান্য প্রতিবেশি দেশগুলো।
জেড নিউজ, ঢাকা।