যুক্তরাজ্যে টিকে থাকার সর্বাত্নক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও সাবেক ব্রিটিশ লেবার মন্ত্রী টিউলিপ সিদ্দিক ।
বাংলাদেশ থেকে লুটের বিপুল অর্থ বিট্রেনের রাজনীতিতে বিনিয়োগ করে সেখানে অবস্থান ধরে রাখতে চাইছেন- টিউলিপ এমনই অভিযোগ এবার তার বিরুদ্ধে। পাশাপাশি সেখানকার প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের পৃষ্ঠপোষকতা পেতেও মরিয়া এখন টিউলিপ সিদ্দিক ।
বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ঘনিষ্ঠ হিসেবে দেশটির ট্রেজারি বিভাগের ইকোনমিক সেক্রেটারি হওয়ায় আর্থিক দুর্নীতি বন্ধের দায়িত্ব ছিল তার। তবে দুর্নীতি বন্ধ করা তো দূরে থাক, উল্টো দুর্নীতির দায়ে মন্ত্রীত্ব থেকে পদ হারাতে হয়েছে টিউলিপকে ।
তারপরও খালার মতো রাজনীতিতে নিজেকে টিকিয়ে রাখার জন্য সব ধরনের চেষ্টা করে যাচ্ছেন তিনি । অভিযোগ আছে, খালার প্রভাব খাটিয়ে বাংলাদেশ থেকে বিপুল পরিমান অর্থ অত্নসাৎ করে বিদেশে পাচার করেছে টিউলিপ। এখন সেই অর্থ বিদেশী প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের পেছনে খরচ করে সেখানে নতুন করে শেল্টার নেয়ার চেষ্টা করছেন তিনি ।
সূত্র মতে, বাংলাদেশের মতো বিট্রেনেও নতুন করে একটি রাজনৈতিক বলয় তৈরির করার চেষ্টা করছেন টিউলিপ । আর সেই লক্ষ্যেই বাংলাদেশ থেকে পাচার করা অর্থ বিট্রেনের রাজনীতিসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করছেন তিনি ।
অন্যদিকে, ৫ আগস্টের পর বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বেশ কয়েকজন আওয়ামী এমপি মন্ত্রীর সঙ্গে টিউলিপ ঘুরছেন বলে জানিয়েছে ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান খসরুজ্জামান খসরু।
জেড নিউজ , ঢাকা ।