গত মঙ্গলবার কাশ্মীরের পহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্ত ২৬ পর্যটক নিহত হয়। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার তীব্র নিন্দা জানায় বাংলাদেশ। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ নিষ্ঠুর সহিংসতার ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে বৈশ্বিক লড়াইয়ে তার দ্ব্যর্থহীন প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে।
তবে, ভারতীয় ভুইফোড় কিছু মিডিয়া এ ঘটনাকে নিয়ে অত্যন্ত আপত্তিকর সংবাদ প্রচার করেছে। ‘আর্থনা সামিট-২০২৫’ এ যোগ দিতে কাতারে অবস্থান করা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কিছু ছবি তুলে ধরে ভারতীয় মিডিয়াগুলো মিথ্যাচার করে বলছে- কাশ্মীরে যখন সন্ত্রাসী হামলা হচ্ছে ড. ইউনূস তখন কাতারে বসে উল্লাস করছেন।
ভারতীয় মিডিয়ার এমন আচরণ শুধু দায়িত্বজ্ঞান হীন নয় চরম ঔদ্ধ্যত্তের বর্হিপ্রকাশ বলে মনে করেণ বাংলাদেশের মানুষ।
জেড নিউজ, ঢাকা।