লন্ডনের একটি বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের আমোদ-ফুর্তির বিষয়টি রীতিমত ঝড় তুলেছে। দেশের মূল ধারার গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমে পলাতক এসব লুটেরাদের দেওয়া হচ্ছে ভৎসনা। তাদের নির্লজ্জতা দেখে ঘৃণা প্রকাশ করছেন সচেতন মহল।
বৃহস্পতিবার একটি জাতীয় দৈনিক লুটেরাদের নির্লজ্জ জীবন শিরোনামে খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়, প্রচলিত প্রবাদে রয়েছে যার এক কান কাটা সে লজ্জায় কাটা কান ঢেকে হাঁটে। কিন্তু যার দুই কান কাটা সে কোনো কানই ঢাকে না। তার লজ্জাশরমের বালাই থাকে না।
পতিত আওয়ামী লীগের কিছু পলাতক, কিছু লুটেরাকে এখন মনে হচ্ছে দুই কান কাটা। তাদের লজ্জা বলে কিছু নেই। নেই বিন্দুমাত্র অনুশোচনা। অতীত বেহায়াপনার জন্য মোটেও অনুতপ্ত নন এই লুটেরারা।
খবরে বলা হয় , ৫ আগস্টে গণ অভ্যুত্থানের পর এরা প্রায় সবাই বিদেশে পালিয়ে গেছে। বিদেশে পালিয়ে এরা কোনো কষ্টের জীবনে নেই। বরং ১৫ বছর ধরে এরা যে লুটতন্ত্র কায়েম করেছিল, সেই লুটের টাকায় বিলাসী জীবনযাপন করছে।
কোনো কোনো ক্ষেত্রে বিলাসী জীবনের প্রতিযোগিতাও হচ্ছে। এসব পলাতক নেতা শুধু রাজনীতির জন্যই কলঙ্ক নয়, দেশের জন্যও ভয়ংকর বিপজ্জনক বলে খবরে উল্লেখ করা হয়।
জেড নিউজ, ঢাকা।