Tuesday, April 22, 2025
More
    Homeবিনোদনফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

    ফ্রান্স ও কানাডার দুই উৎসবে বাংলাদেশের ‘দাঁড়কাক’

    খ্যাতিমান কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাঁড়কাক’। বানিয়েছেন জায়েদ সিদ্দিকী। তোরাব শেখ নামের একজন বয়স্ক মানুষকে নিয়ে এ সিনেমার গল্প। তার উপার্জন নেই, ফলে এই সংসারে নিজেকে অপ্রয়োজনীয় বোধ করে সে। তার অজান্তে মেয়ের বিয়ে দেওয়ায় সে ক্ষুব্ধ হয়। স্বেচ্ছায় হারিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তোরাব। তার চলে যাওয়ার পর বাকিরা বুঝতে পারে সংসারে তার প্রয়োজনীয়তা।

    এমন গল্পের সিনেমা দাঁড়কাক এখন পর্যন্ত ১০টি দেশের ১৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে। পেয়েছে পুরস্কার ও প্রশংসা। দাঁড়কাক এবার জায়গা পেয়েছে ফ্রান্স ও কানাডার দুটি মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবে। এপ্রিল মাসের শেষ সপ্তাহে সিনেমাটি প্রদর্শিত হবে ফ্রান্সের দশম টুলুজ ইন্ডিয়ান সিনেমা ফেস্টিভ্যাল এবং কানাডার ১৪তম সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মন্ট্রিয়লে।

    ফ্রান্সের টুলুজ শহরের শেমিন দ্য লা বিউট মাল্টিপারপাস হলে ২৪ এপ্রিল প্রদর্শিত হবে দাঁড়কাক। ২৩ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চলবে উৎসবটি, এতে বিভিন্ন দেশের ১০টি পূর্ণদৈর্ঘ্য ও ১৩টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা করবে। দাঁড়কাক ছাড়াও এই উৎসবে রয়েছে অসমীয়া নির্মাতা রিমা দাসের ‘ভিলেজ রকস্টার ২’, বোমান ইরানির ‘দ্য মেহতা বয়েজ’, দীপক রাউনিয়ারের ‘পূজা, স্যার’, নিস্থা জৈনের প্রামাণ্যচিত্র ‘ফার্মিং দ্য রেভল্যুশন’ ইত্যাদি।

    কানাডার মন্ট্রিয়লে ২৪ এপ্রিল থেকে ৪ মে (সিনেমা হলে) এবং ১-১০ মে (অনলাইনে) অনুষ্ঠিত হবে মন্ট্রিয়ল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ১৪তম আসর; যেখানে দাঁড়কাক আরও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সঙ্গে অংশ নিচ্ছে। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে গত এক বছরে আলোচিত প্রায় সব উল্লেখযোগ্য স্বাধীন চলচ্চিত্র, যেমন মিন বাহাদুর ভামের ‘শম্ভালা’, সিদ্ধার্থ যতলার ‘ইন দ্য বেলি অব টাইগার’ ইত্যাদি।

    দাঁড়কাক স্বল্পদৈর্ঘ্য সিনেমায় তোরাব শেখ চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। আরও আছেন আমিনুর রহমান মুকুল, ইকবাল হোসেন, টুনটুনি সোবহান, ফজলুল হক, তাহুয়া লাবিব তুরা এবং এ বি এম সাইদুল হক। নির্মাতা বলেন, ‘এটি অত্যন্ত ব্যক্তিগত অনুভব থেকে নির্মিত একটি চলচ্চিত্র। আমাদের অবহেলায় প্রবীণদের জীবনে যে অসহায়ত্ব তৈরি হয়, সেটাই ফুটে উঠেছে এতে।’

    সর্বশেষ

    পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক...

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্ববাসীর উদ্দেশে...

    কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাসপোর্ট কেলেঙ্কারি

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজ তাক বাংলা সেদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে...

    পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে...

    জেড নিউজ, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ...

    আশা করি অতিসত্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসবে: হাসনাত

    ‘আশা করি অতিসত্বর জুলাই বিপ্লবের ঘোষণা আসবে এবং সেই...

    আরও সংবাদ

    পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ : অধ্যাপক...

    প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার বিশ্ববাসীর উদ্দেশে...

    কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের পাসপোর্ট কেলেঙ্কারি

    সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আজ তাক বাংলা সেদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে...

    পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ ও টেকসই পৃথিবী রেখে যেতে...

    জেড নিউজ, ঢাকা: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ...