ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট দলের নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি ও ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে তার পথ ধরেই বিভিন্ন দেশে পালিয়ে যান দলটির শীর্ষ নেতারা। দেশে পড়ে রয়েছেন সাধারণ নেতাকর্মীরা। তারা বিভিন্ন মামলার আসামী হয়ে হয় জেল খাটছেন, নয়তো এখানে-ওখানে পালিয়ে বেড়াচ্ছেন। কিন্তু হাসিনা বা পলাতক শীর্ষ নেতারা বিভিন্ন দেশে বেশ আমোদ ফুর্তিতেই আছেন। যোগ দিচ্ছেন ক্লাব-পার্টিতে কিংবা বিয়েসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে।
সম্প্রতি লন্ডনে এমনই একটি বিয়ের অনুষ্ঠানে দেখা গেছে বেশ কয়েকজন সাবেক এমপি-মন্ত্রীকে। তারা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
লন্ডনের ওটু এরিনার অভিজাত ইন্টার কন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে ২০ এপ্রিল সন্ধ্যায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
জানা যায়, বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী-এমপিরা বেশ হাসিখুশি ছিলেন। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন।
এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি-মন্ত্রীদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার ও হোটেল-রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল।
এমন কর্মকান্ডে যুক্তরাজ্য যুবলীগের এক নেতা বলেন, দেশে আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের লাখ লাখ নেতা–কর্মীকে বিপদের মুখে ফেলে পালিয়ে এসে তাঁরা কীভাবে এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, তা ভাবতেও লজ্জা লাগে।
জেড নিউজ , ঢাকা ।