জেড নিউজ, ঢাকা
রাজধানীর বনানীতে বেসরকারী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দু’পক্ষের কথা কাটিাকাটির জেরে ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম পারভেজ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী। তার বাড়ি ময়মনসিংহ জেলায়।
ঘটনা সূত্রে জানা যায়, ক্যাম্পাসে পারভেজ তাঁর দুই বন্ধুকে নিয়ে সিঙাড়া খাচ্ছিল। সেখানে দুই মেয়ে শিক্ষার্থীও দাঁড়িয়ে ছিলো। তারা মনে করছিলো, ওই শিক্ষার্থীরা তাদের দেখে হাসাহাসি করছে। এসময় তারা ফোনে কাউকে খবর দেয়। কিছুক্ষণের মধ্যেই ক্যাম্পাসের বাইরের তিনটা ছেলে এসে পারভেজদের কাছে হাসাহাসির কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন। কিন্ত কিছুক্ষণ পর ওই তিন যুবক আরও কয়েকজনকে নিয়ে এসে ক্যাম্পাসের বাইরে অবস্থান নেয়। পারভেজ ক্যাম্পাস থেকে বের হলেই তাকে ছুরিকাঘাত করে।
এতে পারভেজ গুরুতর আহত হয়। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্মরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে নিহতের মামাতো ভাই বাদী হয়ে রাতেই বনানী থানায় মামলা দায়ের করেছেন।