গনতন্ত্ররের ছবক দেন? মনবতার বুলি আওড়ান? তাহলে কেন বিশ্বের সবচেয়ে ঘৃনিত দেশের তালিকায় শীর্ষ স্থানে ভারত ?
এ প্রশ্ন শুধু আমাদের নয় । বিশ্বজুড়ে ঘৃনার ঝড় উঠেছে ভারতকে নিয়ে ।
সম্প্রতি ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের গবেষণার ওপর ভিত্তি করে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ঘৃণিত ১০টি দেশের নাম। যাদের প্রতি বিশ্ববাসীর ঘৃনার ঢেউ সবচেয়ে প্রবল। আর এ তালিকায় শীর্ষ স্থান দখল করল এবার মানবতা নিয়ে ছবক দেয়া দেশ ভারত।
নিউজউইকের বরাতে ফিন্যান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, আন্তর্জাতিক প্রতিবেদন এবং জনমত জরিপের মিশ্রণ থেকে এই র্যাকিং তৈরি করা হয়েছে। বলা হচ্ছে, জরিপের এই ফল বিশ্বব্যাপী বিভিন্ন সরকার ও তাদের নীতির প্রতি ক্রমবর্ধমান হতাশারই প্রতিফলন।
ভারত সম্পর্কে বলা হয়েছে, ক্রমবর্ধমান ধর্মীয় উত্তেজনা, সংখ্যালঘুদের প্রতি আচরণ এবং ইন্টারনেট সেন্সরশিপের কারণে বিশ্বব্যাপী ভারতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া চলমান সীমান্ত বিরোধ এবং অভ্যন্তরীণ অস্থিরতা আগুনে ঘি ঢালছে।
এসব ইস্যু ভারতের গ্লোবাল ইমেজে ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে। যার ফলে বিশ্বব্যাপি এখন ঘৃনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে. বাংলাদেশের ফ্যাসিস্টকে আশ্রয় দিয়ে এ দেশের গণতন্ত্র নিয়ে বিরূপ মন্তব্য করা হিন্দুত্ববাদী মোদির ভারত।
জেড নিউজ , ঢাকা ।