চট্টগ্রাম বন্দরে শুভেচ্ছা সফরে এসে ভিড়েছে রাশিয়ার তিনটি যুদ্ধজাহাজ। চার দিনের এ সফরে যুদ্ধজাহাজগুলোতে অবস্থানরত নাবিক ও নৌবাহিনীর কর্মকর্তারা বাংলাদেশ ও রাশিয়ার নৌ কর্মকর্তাদের সঙ্গে পেশাগত বিষয়ে মতবিনিময় করবেন। একইসঙ্গে ভবিষ্যৎ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরির মাধ্যমে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রামের নৌবাহিনীর কর্মকর্তারা।
রাশিয়ার রাষ্ট্রদূত চট্টগ্রামে এসে উপস্থিত থেকে যুদ্ধজাহাজ তিনটিকে স্বাগত জানান। একইসঙ্গে বাংলাদেশের নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশেষ করে চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা, যুদ্ধজাহাজ পরিদর্শন করেন। নাবিকরা তাদেরকে আন্তরিক অভ্যর্থনা জানান। এছাড়াও, নৌবাহিনীর বাদ্যযন্ত্র দল বিভিন্ন সুর ও সংগীতের মাধ্যমে অতিথিদের স্বাগত জানায়।
অথচ এই স্বাভাবিক বিষয়টিকে অতিরন্জিতভাবে প্রচার করছে ভারতীয় গুজব মিডিয়া। আচমকা চট্টগ্রাম বন্দরে ভিড়ল তিনটি রুশ যুদ্ধজাহাজ, কী ঘটতে চলেছে বাংলাদেশে? এমন উদ্ভট শিরোনামে তারা সংবাদ প্রচার করেছে। যা অত্যন্ত বিভ্রান্তিকর।
জেড নিউজ, ঢাকা।