দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করে এ বার্তা দেন জেনারেল ওয়াকার-উজ-জামান ।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আইএসপিআর জানায়, বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৈচিত্র্যময় পরিবেশনা উপভোগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার মহানগর সার্বজনীন পূজা কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ পরিবেশনা উপভোগ করেন তিনি।তিনি মন্দির পরিদর্শন করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সেনাপ্রধান তার বক্তব্যে দেশবাসীর প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি, সৌহার্দ্য ও জাতীয় ঐক্যের বার্তা প্রদান করেন।
তিনি আরো বলেন , এই দেশ একটি সম্প্রীতির দেশ । হাজার হাজার বছর ধরে আমরা এ সম্প্রীতি বজায় রেখে চলেছি । এই সম্প্রীতি আগামীতেও বজায় থাকবে । পাশাপাশি এই দেশে জাতি ,ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্নভাবে বসবাস করার কথাও বলেন তিনি।
জেড নিউজ , ঢাকা ।