নববর্ষ বরণের আনন্দ শোভাযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে সকাল নয়টায় শুরু হবে। অংশগ্রহণকারীদের নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। একইসঙ্গে বিকাল পাঁচটার মধ্যে নববর্ষের সকল অনুষ্ঠান শেষ করতে হবে।
রোববার (১৩ এপ্রিল) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আগামীকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ- ১৪৩২ উদযাপিত হবে ‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে।
ক্যাম্পাসে নববর্ষের সকল ধরনের অনুষ্ঠান আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে শেষ করার নির্দেশ দিয়ে কর্তৃপক্ষ বলেছে, নববর্ষের দিন ক্যাম্পাসে বিকাল পাঁচটা পর্যন্ত প্রবেশ করা যাবে। পাঁচটার পর কোনভাবেই ক্যাম্পাসে ঢোকা না গেলেও শুধু বের হওয়া যাবে।
ইত্তেফাক/পিএস