রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রবিবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় তিনি এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
ভিত্তি প্রস্তর স্থাপনের পর প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, ‘আমাকে যখন এখানে আসার জন্য বলা হয়েছিল আমি খুব অভিভূত হয়েছি এবং দৈনন্দিন কাজ হিসেব নিয়েছি। এটি যে একটি ঐতিহাসিক কাজ সেটা অনুভব করিনি। এখানে আসার পর আমার নতুন বোধ হলো। পহেলা বৈশাখের মতো মহান একটা দিবসের প্রাক্কালে এত বড় একটা কাজে শরিক হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’
বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত এই অনুষ্ঠানে আরও ছিলেন– সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা।