ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এনডিবি আগামী এক বছরে বাংলাদেশকে ১০০ কোটি ডলার তহবিল সহায়তা দেবে বলে জানিয়েছেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, বিডা’র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, এরই মধ্যে এনডিবি বাংলাদেশে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে।
বিডার চেয়ারম্যান জানান, ব্রিকস ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশ সম্পর্কে তাদের ইতিবাচক ধারনার কথা জানিয়েছেন। সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রজেক্ট শুরু করেছেন। শুধু সরকারি নয় বেসরকারি খাতেও তারা ফান্ড দিতে ইচ্ছা প্রকাশ করেছেন। বিডা চেয়ারম্যান বলেন, আমরাও তাদের বোঝানো চেষ্টা করেছি হাসপাতাল-হাউজিংসহ সামাজিক অবকাঠামোতে তাদের ফান্ড দেয়ার সুযোগ আছে।
গত ৭ই এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিয়েছে।
জেড নিউজ, ঢাকা।