দুর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্নসাতের অভিযোগে অভিযুক্ত যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক পালিয়েছে।খালা হাসিনার ক্ষমতা ব্যবহার করে দেশ-বিদেশে নানা আর্থিক অনিয়মে জড়ান টিউলিপ। দুর্নীতির জেরে বিট্রিশ মন্ত্রীর পদ থেকে পদত্যাগও করতে হয়েছে তাকে।
তার বিরুদ্ধে আদালতে অভিযোগ প্রমাণিত হলেও এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছেন টিউলিপ ।এদিকে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর আদালতে হাজির না হলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন-দুদক। রোববার দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান ।
টিউলিপের বিরুদ্ধে মামলার পক্ষে যথেষ্ট প্রমাণাদি আছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করার পর পূর্ণাঙ্গ চার্জশিট তৈরি করা হয়েছে। বিষয়টি এখন আদালতের ওপর নির্ভর করবে। যদি পরোয়ানা জারির পর টিউলিপ হাজির না হন, তাহলে তাকে পলাতক অপরাধী হিসেবে গণ্য করা হবে।
জেড নিউজ , ঢাকা