Monday, September 8, 2025
More
    Homeফিচারযেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো

    যেভাবে অনলাইনে ভাইরাল হওয়া কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতার জন্য কাল হয়ে দাঁড়ালো

    আমরা ১৯ মার্চ কারওয়ান বাজারে তার দোকানে গিয়ে অবাক হয়েছিলাম, কারণ রনি সেখানে ছিলেন না। এমন নয় যে, হঠাৎ পরিচিতি তার ভাগ্য বদলে দিয়েছে এবং তিনি তরমুজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। বরং, বহু মানুষের ভিড় এবং ভাইরাল জনপ্রিয়তার মানসিক চাপ সহ্য করতে না পেরে তাকে বিশ্রাম নিতে হয়েছিল। রনি চাপ সহ্য করতে না পেরে কাজ থেকে বিরতি নিয়ে বিক্রমপুরে তার বাড়িতে চলে যান।

    সম্প্রতি অভিনব কায়দায় ও মজার কৌশলে তরমুজ বিক্রি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন কারওয়ান বাজারের তরমুজ বিক্রেতা মোহাম্মদ রনি।

    “ওই কিরে! ওই কিরে! মধু! মধু! রসমালাই!”–এই শব্দগুলো ব্যবহার করে তিনি মজা করে তার তরমুজগুলোকে মধু, মিষ্টি, পদ্মার ইলিশ, এমনকি বজ্রের সঙ্গেও তুলনা করতেন।

    রনির উদ্যমী কৌশল এবং আকর্ষণীয় ব্যক্তিত্ব দ্রুত মানুষের নজর কাড়ে, তাকে তাৎক্ষণিকভাবে অনলাইনে জনপ্রিয় করে তোলে। তার ভিডিওগুলো ভাইরাল হওয়ায় বিভিন্ন শ্রেণীর মানুষ তার দোকানে ভিড় করতে থাকে। কৌতূহলী দর্শক, সাংবাদিক, কনটেন্ট ক্রিয়েটর এবং প্রচারণার সুযোগ খোঁজা বিভিন্ন ব্র্যান্ডের লোকজন তার দোকানে আসতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সফলতার প্রতীক হয়ে ওঠেন রনি। ইন্টারনেট জুড়ে বারবার তার নাম উচ্চারিত হতে থাকে এবং তার কারওয়ান বাজারের দোকানে বাড়তে থাকে ভিড়, মানুষ ভাইরাল তরমুজ বিক্রেতাকে সরাসরি দেখতে চায়।

    রনির দাদা এবং বাবাও তরমুজ বিক্রেতা ছিলেন। তাদের পদাঙ্ক অনুসরণ করে তিনি বিগত ১০ বছর ধরে তরমুজ বিক্রি করছেন।

    রনি পূর্বে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছিলেন, “আমার বাবা এবং দাদা তরমুজ বিক্রি করতেন। তারা এখন আর নেই, আর এখন আমি তাদের কাজ চালিয়ে যাচ্ছি। ছোটবেলা থেকেই তরমুজ নিয়ে বড় হয়েছি, তাদের দেখে শিখেছি। আমি জানি কোন তরমুজ সাদা হবে, কোনটা লাল হবে, আর কোনটা মিষ্টি হবে। আমি বিভিন্ন রকম উপমা দিয়ে সেগুলোকে বর্ণনা করতে ভালোবাসি। এতে আমার এবং আমার ক্রেতাদের আনন্দ লাগে।”

    এই প্রেক্ষাপটে অনেকেই ধারণা করতে পারেন, ভাইরাল হওয়ার পর রনির ব্যবসা বেশ বেড়েছে। তবে, বাস্তবতা ছিল ভিন্ন।

    আমরা ১৯ মার্চ কারওয়ান বাজারে তার দোকানে গিয়ে অবাক হয়েছিলাম, কারণ রনি সেখানে ছিলেন না। এমন নয় যে, হঠাৎ পরিচিতি তার ভাগ্য বদলে দিয়েছে এবং তিনি তরমুজ বিক্রি বন্ধ করে দিয়েছেন। বরং, বহু মানুষের ভিড় এবং ভাইরাল জনপ্রিয়তার মানসিক চাপ সহ্য করতে না পেরে তাকে বিশ্রাম নিতে হয়েছিল। রনি চাপ সহ্য করতে না পেরে কাজ থেকে বিরতি নিয়ে বিক্রমপুরে তার বাড়িতে চলে যান।

    তবে, আমরা রনির ছোট ভাই মোহাম্মদ রকির সাথে কথা বলেছিলাম। তিনি জানান, রনি প্রতিদিন দোকানের চারপাশে অতিরিক্ত ভিড়ের কারণে চরম মানসিক চাপের মধ্যে ছিলেন। রকি বলেন, “আমার ভাই সাংবাদিক, ভ্লগার ও টিকটকারদের কারণে পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিলেন। মানুষ আসতো এবং দোকানের চারপাশে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাতো। তারা নিজেরা তরমুজ কেনার জন্য আসত না, আবার আসল ক্রেতাদেরও ঢুকতে দিত না। এটা তাকে বিরক্ত করতো।”

    সাধারণত, রনি প্রায় এক লাখ টাকার মালামাল কিনতেন এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে তা বিক্রি করতেন। তবে, ভিড়ের কারণে, যাদের মধ্যে অনেকেই ছবি তোলা বা ভিডিও বানানোর জন্য সেখানে আসত, রনি আগের মতো বিক্রি করতে পারছিলেন না। এর ফলে, তাকে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়।

    রনি তার ভাইরাল জনপ্রিয়তা থেকে টাকা উপার্জন করেছিলেন কিনা, এমন প্রশ্নের উত্তরে রকি একটি হতাশাজনক জবাব দেন। তিনি ভাইরাল হওয়ার পর বেশ কয়েকটি কোম্পানি রনির সাথে বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করে, তাকে তাদের পণ্য প্রচারের প্রস্তাব দেয়। তবে, রনি যেমনটা আশা করেছিলেন, তার পরিবর্তে এসব চুক্তি থেকে তার আর্থিক লাভ অনেক কম ছিল।

    রকি বলেন, “একটি কোম্পানি তাকে একটি মোবাইল ফোন দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং একটি দোকানে বিজ্ঞাপন শুটিংয়ে নিয়ে যায়। কিন্তু শেষে তারা তাকে কিছুই দেয়নি। শুধু পিজাবার্গ কিছু তরমুজ কিনেছিল। অন্যরা সবাই তাকে ঠকিয়েছে।”

    প্রাথমিক উত্তেজনার পরেও, ব্র্যান্ড এবং লোকজন যারা রনির জনপ্রিয়তা থেকে লাভ করতে চেয়েছিল, তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো মূলত মিথ্যা প্রমাণিত হয়েছে। তার ভাইরাল খ্যাতি কোনো প্রকৃত আর্থিক লাভ বয়ে আনেনি এবং তার ব্যবসায় সাহায্য করার পরিবর্তে এটি আরও ক্ষতি করেছে। শোষণ এবং হতাশার অনুভূতি তাকে হতাশা এবং মানসিক চাপের মধ্যে ফেলেছিল।

    রনির ঘটনা দেখায়, ভাইরাল হওয়া সব সময় সফলতা আনবে না। এটি অপ্রত্যাশিত পরিণতিও বয়ে আনতে পারে। তার অভিজ্ঞতা এমন একটি বাজারের নেতিবাচক দিক তুলে ধরে, যেখানে সবাই লাভ করতে চায়। কিন্তু খুব কম মানুষই প্রতিশ্রুতি রাখে।

    এটি তাদের জন্য একটি সতর্কবার্তা, যারা আর্থিক লাভের আশায় জটিলতা এবং ঝুঁকি না বুঝেই শুধু ভাইরাল খ্যাতির পেছনে ছুট

    সর্বশেষ

    ঠাকুরগাঁও জেলা সম্মেলন | তারেক রহমান Live

    ঠাকুরগাঁও জেলা সম্মেলন | তারেক রহমান https://www.youtube.com/live/KkVP4VfjPrg?si=2HnBNVGkuyGfNbLU

    হাসিনাকে দিয়েই পুশইন শুরু করুক দিল্লি

    আমিরুল ইসলাম কাগজী শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রিত—এ দৃশ্য বাংলাদেশের...

    জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা

    নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির...

    বদরুদ্দীন উমরের জবানবন্দি: নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করে ক্ষমতায় ছিল শেখ...

    জেড নিউজ, ঢাকা: শেখ হাসিনা বাংলাদেশে ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ...

    আরও সংবাদ

    ঠাকুরগাঁও জেলা সম্মেলন | তারেক রহমান Live

    ঠাকুরগাঁও জেলা সম্মেলন | তারেক রহমান https://www.youtube.com/live/KkVP4VfjPrg?si=2HnBNVGkuyGfNbLU

    হাসিনাকে দিয়েই পুশইন শুরু করুক দিল্লি

    আমিরুল ইসলাম কাগজী শেখ হাসিনা এখন দিল্লিতে আশ্রিত—এ দৃশ্য বাংলাদেশের...

    জেন জি বিক্ষোভে উত্তাল নেপাল, পার্লামেন্টে ঢুকে পড়েছে জনতা

    নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধের সিদ্ধান্ত ও সরকারের দুর্নীতির...