সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে, যেকোনো সময় দেশে জরুরি অবস্থা জারি হতে পারে। তবে জরুরি অবস্থা জারির বিষয়টি সম্পূর্ন গুজব বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর সবজায়গায় পুলিশের চলমান তৎপরতা তদারকি করা হচ্ছে। আসন্ন ঈদের ছুটির সময়ও দেশের নিরাপত্তায় বিঘ্ন ঘটবে না বলেও জানান তিনি।
ভারতে পলাতক ও গর্তে লুকিয়ে থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা সামাজিক মাধ্যমে জরুরি অবস্থা জারি নিয়ে গুজব ছড়াচ্ছে। তবে আওয়ামী দোসরদের সাথে তাল মিলিয়ে সংবাদ প্রচার করছে ভারতীয় মিডিয়াগুলোও। ঢাকা ঘিরলো সেনা, আজই ইমারজেন্সি ঘোষনা। এমন উদ্ভট আর ভিত্তিহীন শিরোনামে সংবাদ প্রচার করছে তারা। যা বিভ্রান্তিকর ।
জেড নিউজ, ঢাকা।