সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ফের গজিয়ে ওঠে গুজবলীগ। সামাজিক মাধ্যমে ফিরে আসে সেই পূরণো প্রচারণা- আপা আসছে। সবাই প্রস্তুত থাকো। বিমানবন্দরে যেতে হবে। পলাতক আওয়ামী লীগের নেতাদের কেউ কেউ বিদেশে বসে এমন স্ট্যাটাস দিলে সেটি লুফে নেয় দেশে ঘাপটি মেরে থাকা সন্ত্রাসীরা।
এদিকে নতুন দল এনসিপি এক নেতার পক্ষ থেকে বিতর্কিত কিছু বক্তব্য আসার পর গতকাল দলটির সিনিয়র বেশ কয়েকজন নেতা সামাজিক মাধ্যমে তাদের মতামত প্রকাশ করেছেন। বিশ্লেষকরা বলছেন, এসব নেতা হাসনাত আব্দুল্লাহর বক্তব্যের সরাসরি সমর্থন না করায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে। পরে রবিবার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুলাই বিপ্লব ও বিপ্লবীদের সমর্থনে সেনাবাহিনীর পূর্ণ সমর্থন ব্যক্ত করলে চুপ মেরে যায় গুজব রটনাকারীরা।
বাংলাদেশের চলমান গুজব নিয়ে কথা বলছে ভারতীয় দুয়েকটি গণমাধ্যমও। তারা বলছে, মূলত কলকতায় বিজেপি নেতাদের উস্কনিমূলক কর্মকান্ডের কারনেই বাংলাদেশে ঘাপটি মেরে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের অনেকেই লাফাচ্ছে। তারা তাদের নেত্রী শেখ হাসিনাকে নিয়ে এখনো কল্পনার জগেতে ভাসছে। অথচ যা একেবারেই অসম্ভব।
আপা আসার বিষয়টি এখন হাস্যরসের খোরাক। সামাজিক মাধ্যমে এ নিয়ে ট্রল হচ্ছে সমানে। গণহত্যাকারী আপার দেশে ফেরার যে সব রাস্তাই বন্ধ সেটি রাজনৈতিক দলগুলোর শক্ত অবস্থানই বলে দিচ্ছে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
জেড নিউজ, ঢাকা।