সরকারের আন্তরিক উদ্যোগ ও কঠোর নিয়মকানুন বাস্তবায়নের ফলে সৌদি আরবগামী ফ্লাইটসহ বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে। এত বছর যাত্রীদের ঢাকা থেকে সৌদি আরবের প্রধান শহরগুলোতে যেতে বিমান টিকিটে অতিরিক্ত ভাড়া দিতে বাধ্য করা হতো। গ্রুপ বুকিং স্কিমের অধীনে টিকিটের দাম ১ লাখ ৯০ হাজার টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল।
তবে অর্ন্তর্বতী সরকারের নজরদারি ও প্রচেষ্টায় টিকিটের দাম অকল্পনীয়ভাবে কমেছে। এখন ভাড়া ৫০ হাজার থেকে ৪৮ হাজার টাকায় নেমে এসেছে। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিট ভাড়া কমিয়ে ৩৫ হাজার টাকায় দিচ্ছে। যা বাংলাদেশীদের জন্য অত্যন্ত আনন্দের।
তবে এই উদ্যোগ কেবল যাত্রীদের জন্যই নয়, বরং ভ্রমণ শিল্পের জন্যও উপকারী। কারণ, এটি আরো স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করবে। ভবিষ্যতে বাজারের ভারসাম্য বজায় ও ভোক্তাদের স্ফীত মূল্য থেকে রক্ষা করতে অতিরিক্ত আইন ও বিধিমালার সুপারিশ করা হচ্ছে ।
কিন্তু এই বিষয়টিতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ী আওয়ামী দোসরদের। এতদিন সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসায়ীরা ফায়দা লুটে নিয়েছে। তাই এই পরিস্থিতিতে সরকারকে বেকায়দায় ফেলতে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে তারা। যা অত্যন্ত বিভ্রান্তিকর।
জেড নিউজ, ঢাকা