জেড নিউজ, ঢাকা।
প্রতি বছর ঈদকে সামনে রেখে কয়েক লাখ লোক ছুটতো কলকতায়। কেনাকাটা আর আনন্দ ভ্রমন শেষে দেশে যখন ফিরতো তখন অনেকেরই হাত প্রায়ে ফাঁকা। সব টাকাই খুইয়ে এসেছেন ভারতে। যদিও এ নিয়ে আফসোস নয় বরং উচ্ছ্বাস ঝরতো তাদের চোখে মুখে। শ্রমে-ঘামে নিজ দেশে আয় করা টাকা প্রতিবেশি দেশে উড়িয়ে এলেও এ নিয়ে কোনো আক্ষেপ কিংবা ভ্রুক্ষেপ ছিলো না এসব কথিত দেশ প্রেমিকদের।
তবে এবারের পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। চব্বিশের ৫ আগস্ট হাসিনার পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের মানুষ ভারত বিরোধী। কোনো কোনো ক্ষেত্রে এই বিরোধীতা রূপ নিয়েছে বিদ্বেষে। ফলে ভারতীয় পণ্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার পাশাপাশি বন্ধ রয়েছে ভারতগামীতাও। আর তাতেই ধস নেমেছে কলকাতার ঈদ বাজারে।
স্থানীয়রা বলছেন, প্রতি বছর ১০ থেকে ১২ লাখ বাংলাদেশিকে ঘিরে কলকাতায় গড়ে উঠেছে বিশাল বাজার। শহরের অন্তত দুই কিলোমিটার এলাকা জুড়ে এসব মার্কেটকে থেকেই কেনাকাটা করতেন বেশিরভাগ বাংলাদেশি। কেবল কাপড়-চোপড়ই নয়, হোটেল-পরিবহন থেকে অন্যান্য খাতেও এখন চলছে ভয়ঙ্কর অচলাবস্থা। ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে অনেক দোকানপাট। কেউবা পেশা পরিবর্তন করে বেঁচে থাকার চেষ্টা করছেন। কিন্তু স্থানীয়রা বলছেন, কলকাতায় বাংলাদেশিরা না এলে পেশা পরিবর্তন করেও লাভ হবে না। মরতে হবে না খেয়ে।