ছাত্র জনতার আন্দোলনকে বিতর্কিত করতে ও নিজেদের দায় কৌশলে অন্যের ওপর চাপাতে মিথ্যাচার করে যাচ্ছে আওয়ামী দোসররা। ছাত্র আন্দোলনে গুলি বর্ষণ ও গণহত্যার দায়ে আওয়ামী লীগ যখন বিচারের মুখোমুখি সে সময় বিচার নিয়ে বিতর্ক সৃষ্টি করতে নানা অপকৌশল করছে দলটির নেতা-কর্মীরা।
ভারতীয় মিডিয়া আজতাক বাংলায় দেয়া এক সাক্ষাৎকারে পলাতক এক আওয়ামী দোসর আইনজীবীকে বলতে শোনা যায় যে, ৫ আগস্ট আওয়ামী লীগের নির্দেশে নয়, হিজবুত তাহরীর এর নির্দেশে ছাত্র-জনতার উপর গুলি করা হয়। বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠার জন্য ও আওয়ামী লীগকে বিপাকে ফেলতেই নাকি এমন ষড়যন্ত্র করে জঙ্গিরা।
মূলত গণহত্যার দায় এড়াতে নিজেদের পেইড মিডিয়া ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর আওয়ামী অপকৌশল এটি। নিজেরদের হীন স্বার্থে ও অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে অতীতেও বাংলাদেশে জঙ্গিবাদের উত্থন হচ্ছে বলে নানা অপ্রপ্রচার চালিয়েছিলো আওয়ামী লীগ। বর্তমানেও সেই পথই অনুসরন করছে ক্ষমতালোভী ফ্যাসিস্টরা।
জেড নিউজ, ঢাকা।