জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় আসামি হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। মামলায় তাঁর বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। এত দিন এই মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। এখন তাঁর সঙ্গে এই মামলায় আসামি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে যুক্ত করা হলো।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন , তাঁরা দেখেছেন, শেখ হাসিনার যে কমান্ড রেসপনসিবিলিটি, তার সবকিছু বাস্তবায়নের ডানহাত ছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়া সকল অপরাধের সঙ্গে হাসিনা এবং মামুনের সরাসরি সম্পৃক্ততা থাকার প্রমাণ পাওয়া গেছে।
জেড নিউজ , ঢাকা ।