ভারতে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীরা সেদেশে ভূয়া নথিপত্র দিয়ে পাসপোর্ট তৈরি করে বসবাস করছেন। সম্প্রতি কলকাতায় এমন ১২০ আওয়ামী নেতাকর্মীর পাসপোর্টের সন্ধান পেয়েছে কলকাতা পুলিশ।
আলিপুর আদালতে কলকাতা পুলিশের দেওয়া চার্জশিটে উল্লেখ করা হয়েছে, ভুয়া পাসপোর্ট মামলায় ১৩০ জন অভিযুক্তের নাম রয়েছে। কলকাতার পার্ক স্ট্রিট, নিউ মার্কেটসহ একাধিক থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের কয়েকজনকে গ্রেপ্তার করেছে। এদের মধ্যে রয়েছে বাংলাদেশি নাগরিক। যদিও ওই ১৩০ জনের মধ্যে ১২০ জন বাংলাদেশি নাগরিক পলাতক রয়েছেন বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।
জানা গেছে, ভুয়া নথিতে পাসপোর্ট পাওয়া বাংলাদেশি নাগরিকরা হলেন- আওয়ামী লীগের নেতাকর্মী, যারা গণঅভ্যুত্থানের পর বেআইনিভাবে সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে পালিয়ে গেছেন। এসব ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, সরকারি কর্মচারী, ব্যাংকার, ব্যবসায়ী বা এজেন্ট কর্তৃক বিশ্বাস ভঙ্গ এবং অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
জেড নিউজ, ঢাকা।