দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশকে যেমন ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আওয়ামী ফ্যাসিস্টরা, তেমনি পতনের পর বিদেশে পালিয়ে থেকেও দেশে ভাবমূর্তি নষ্ট করছে দলটির নেতা-কর্মীরা।
৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর বেশির ভাগ নেতা-কর্মীই বিনা পাসপোর্টে অবৈধভাবে ভারতে পালিয়ে যায়। এখন সেখানে বসে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের পাশাপাশি সেদেশে বৈধতা পেতে গোপনে ভারতীয় পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করছেন।
সম্প্রতি ভারতীয় প্রশাসন অবৈধ পাসপোর্ট আবেদনের বেশ কিছু নথি উদ্ধার করে, একই সাথে বেশ কয়েকজন দালালকেও গ্রেফতার করে। সেই মামলায় দেখা যায় প্রায় শতাধিক বাংলাদেশী অবৈধভাবে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছেন্ এবং এরা সবাই পলাতক আওয়ামী লীগ নেতা।
ভারতীয় মিডিয়া আজতাক বাংলা এ নিয়ে ফলাও করে সংবাদ প্রকাশ করছে। যেখানে বলা হচ্ছে প্রায় ১শ ২০ জনের মতো বাংলাদেশী অবৈধভাবে ভারতীয় পাসপোর্টের জন্য আবেদন করেছে। আদতে, অভিযুক্তরা কেউই সাধারণ বাংলাদেশী নয়। তারা সকলে বাংলাদেশে ওয়ারেন্টভূক্ত পলাতক ফ্যাসিস্ট আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, যারা শাস্তি এড়াতে পালিয়ে ভারতে অবস্থান করছেন।
জেড নিউজ, ঢাকা।